Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

আসামের শিলচরে ঢাকা পদাতিক

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৪৯, ১৮ সেপ্টেম্বর ২০১৯

প্রিন্ট:

আসামের শিলচরে ঢাকা পদাতিক

ছবি- সংগৃহীত

ঢাকা : দুই দেশের শিল্পীদের পারস্পরিক সংস্কৃতির অভিজ্ঞতা বিনিময় ও জনগণের আত্মার ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করতে ২০ থেকে ২৩ সেপ্টেম্বর ৪ দিনব্যাপী আসামের শিলচরে `ভারত-বাংলাদেশ নাট্য উৎসব ২০১৯` এর আয়োজন করেছে সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ, শিলচর, আসাম।

তাদের আমন্ত্রণে লেখক-গবেষক গোলাম কুদ্দুছ এর নেতৃত্বে বাংলাদেশের `ঢাকা পদাতিক` এর ২৪ সদস্যের মঞ্চ নাটকের একটি দল উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করবে।

শিলচরের বঙ্গভবন মিলনায়তনে কুমার প্রীতীশ বল এর রচনা ও দেবাশীষ ঘোষ এর নির্দেশনায় ২০ সেপ্টেম্বর শুক্রবার উদ্বোধনী দিনে মুক্তি যুদ্ধের ডকু-ড্রামা "কথা`৭১"এর ৫৬ তম প্রদর্শনী মঞ্চস্থ করবে। ঢাকা পদাতিক সহ উৎসবে দুই দেশের ৮ টি মঞ্চ নাটকের দল অংশ নেওয়ার কথা রয়েছে।

২০ সেপ্টেম্বর সন্ধ্যা ৫:৪৫মি. শিলচরের বঙ্গভবন মিলনায়তনে বাংলাদেশের বরেন্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব লেখক-গবেষক গোলাম কুদ্দুছ ৪ দিনব্যাপী এ উৎসবের উদ্বোধন করবেন।
গোলাম কুদ্দুছ এর নেতৃত্বে ভারত সফররত ২৪ জন শিল্পীরা হলেন মিজানুর রহমান, ফিরোজ হোসাইন, দেবাশীষ ঘোষ, মামুন উর রশীদ, শেখ শানে-মাওলা, বিজন কান্তি ধর, এইচ এম মোতালেব, শরিফুল ইসলাম মামুন, কাজী ফরিদুল ইসলাম চপল, মোঃ ফরিদুল ইসলাম তালুকদার, সিফাত বিন আজিজ, আবুল হাসনাত, মোঃ আতিকুর রহমান, আবুল বাসার সোহেল, মোঃ কাজী সম্রাট, পরিমল রোজারিও, মোহাম্মাদ জাকারিয়া, মাহফুজা আক্তার মিরা, মারজিয়া জাবিন ত্বন্নী, বর্ণালী আহমেদ সেতু, সিরাজুম মুনিরা ইকরা ও মোঃ তারেক আলী।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer