Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

আশুলিয়ায় পাঁচ মিনিটেই মিলছে বিদ্যুৎ সংযোগ

তুহিন আহামেদ, নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:৪২, ২১ জানুয়ারি ২০১৯

আপডেট: ২২:৪৯, ২১ জানুয়ারি ২০১৯

প্রিন্ট:

আশুলিয়ায় পাঁচ মিনিটেই মিলছে বিদ্যুৎ সংযোগ

ছবি : বহুমাত্রিক.কম

সাভার : সারা দেশের মতো আশুলিয়া শিল্পাঞ্চলেও ব্যাপক সাড়া জাগিয়েছে পাঁচ মিনিটে বিদ্যুৎ সংযোগ প্রদানের ভ্রাম্যমান উদ্যোগ আলোর ফেরিওয়ালা। ঘনবসতিপূর্ণ এই এলাকা শতভাগ বিদ্যুতায়নের আওতায় আনতে গত এক সপ্তাহ যাবৎ পল্লীবিদ্যুৎ সমিতির পক্ষ থেকে চালানো হচ্ছে এ প্রচারণা।

ঢাকা পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর আওতায় শ্রীপুর জোনাল অফিসের আলোর ফেরিওয়ালারা ঘুরছেন শিল্পাঞ্চলের প্রতিটি অলিগলি। ইতোমধ্যে কন্ডা, সুবন্দি, কন্ডা মাঝিপাড়া, কবিরপুর ও বাইদগাঁও সহ বেশ কিছু এলাকার প্রায় ২০টি পরিবার আলোর ফেরিওয়ালাদের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ পেয়ে দারুন খুশি।

কন্ডা এলাকার বাসিন্দা দিনু রাজবংশী জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন উদ্যোগের কারণেই কেবল তিনি কোন ঝামেলা ছাড়াই দ্রুত সময়ের মধ্যে বিদ্যুৎ সংযোগ পেয়েছেন। এজন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি।

সুবন্দি এলাকার আনন্দ চন্দ্র সরকার, বাইদগাও’র সাহেদ আলী, মনোয়ারা বেগম, কবিরপুরের মজিবর রহমান ও রফিকুল ইসলাম জানান, মাসের পর মাস ঘুরেও আগে তাদের এলাকার অনেকে বিদ্যুৎ পেত না। কিন্তু আলোর ফেরিওয়ালারা বাড়ি বাড়ি পৌছে দ্রুত নতুন সংযোগ প্রদানের পাশাপাশি নানা সমস্যার সমাধান করছেন। বর্তমান সরকারের এমন ব্যতিক্রম উদ্যোগের কারণে বিদ্যুৎ অফিস গুলোতে দালালদের দৌরাত্ম কমবে। পাশাপাশি গ্রাহকরাও নানা হয়রানি থেকে মুক্তি পাবে।

ঢাকা পল্লীবিদ্যুৎ সমিতি-১ শ্রীপুর জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক আব্দুর রহমান সরকার বলেন, বর্তমান সরকারের নানা পরিকল্পণাগুলোর মধ্যে ঘরে ঘরে বিদ্যুৎ পৌছানোর বিষয়টি অন্যতম। সেই লক্ষ্যে আমরা গ্রাহকদের দ্বারে দ্বারে সেবা পৌছে দেওয়ার চেষ্টা অব্যাহত রেখেছি। তবে আশুলিয়া শিল্পাঞ্চল এলাকা ইতোমধ্যে শতভাগ বিদ্যুতায়নের আওতায় আসলেও প্রতিনিয়ত বাড়ি নির্মাণ হওয়ার কারণে নতুন বিদ্যুৎ সংযোগের প্রয়োজন হচ্ছে। সে সব সংযোগগুলো আলোর ফেরিওয়ালার মাধ্যমে আমরা মাত্র পাঁচ মিনিটের মধ্যে প্রদান করছি। একই সাথে গ্রাহকদের অভিযোগগুলোও আমলে নিয়ে তা সমাধানের চেষ্টা করছি বলেও জানান তিনি।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer