Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৯ ১৪৩১, মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪

আলোকিত বাংলাদেশ-এ বকেয়া বেতন-ভাতাসহ ৮ দাবিতে আল্টিমেটাম

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০০:০৩, ১৭ সেপ্টেম্বর ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

আলোকিত বাংলাদেশ-এ বকেয়া বেতন-ভাতাসহ ৮ দাবিতে আল্টিমেটাম

ছবি : সংগৃহীত

দৈনিক আলোকিত বাংলাদেশের সাংবাদিক-কর্মচারীদের দুই মাসের (জুলাই ও আগস্ট) বকেয়া বেতন-ভাতাসহ ৮ দফা দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) দৈনিক আলোকিত বাংলাদেশ ইউনিট।

রোববার দৈনিক আলোকিত বাংলাদেশ কার্যালয়ে অনুষ্ঠিত ইউনিট সভার সিদ্ধান্ত অনুযায়ী এ আল্টিমেটাম ঘোষণা করা হয়। সভায় পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সহ-সভাপতি খন্দকার মোজাম্মেল হক ও যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন।
সভায় সভাপতিত্ব করেন ইউনিট চিফ মতলু মল্লিক এবং সঞ্চালনা করেন ডেপুটি ইউনিট চিফ সিরাজুল ইসলাম।

আলোকিত বাংলাদেশে কর্মরত সাংবাদিক-কর্মচারীদের মধ্যে বক্তব্য রাখেন সিদ্দিকুল ইসলাম খন্দকার, খন্দকার মাহবুব উল হক, মিজানুর রহমান, শওকত রেজা, আলমগীর হোসেন, জিয়া উদ্দিন আহমেদ, শফিক বাশার, হুমায়ুন কবির তমাল, এটিএম আতিকুর রহমান, রিয়াজ উদ্দীন, মিজান রহমান, দীপক দেব, আফরোজা নাজনীন, রেফায়েত হোসাইন, আমিরুল ইসলাম, সজীব হোমরায়, জিয়াদুল ইসলাম, সাখাওয়াত সুমন, সাজ্জাদ মাহমুদ খান, সালমা আফরোজ, মিজানুর রহমান মিলন, জাহাঙ্গীর আলম, ওবায়দুর রহমান, মৌসুমী সাহা প্রমুখ।

সভার সিদ্ধান্ত অনুযায়ী আজ রোববার বিকাল সাড়ে ৫টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত কর্মবিরতি পালন করা হয়। আগামীকাল সোমবার একই সময় একই কর্মসূচী পালনের সিদ্ধান্ত হয়। সভা শেষে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি খন্দকার মোজাম্মেল হক বলেন, আমরা এখানকার পরিস্থিতি পর্যবেক্ষণ করলাম। বিষয়টি ইউনিয়ন নেতাদের অবহিত করব। তারা পরবর্তী করণীয় নির্ধারণ করবেন।

এ সময় তিনি আলোকিত বাংলাদেশ প্রকাশককে দাবি মেনে নেয়ার আহ্বান জানান। যুগ্ম সম্পাদক আক্তার হোসেন বলেন, সাংবাদিকদের রাস্তায় নামাবেন না। এর ফল ভাল হবে না। অবিলম্বে বেতন-ভাতা পরিশোধ করুন। তাদের দাবি মেনে নিন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer