Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৩ ১৪৩০, বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪

আলজেরিয়ায় আগামী ১২ ডিসেম্বর নির্বাচন : অন্তর্বর্তী প্রেসিডেন্ট

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৪৫, ১৬ সেপ্টেম্বর ২০১৯

প্রিন্ট:

আলজেরিয়ায় আগামী ১২ ডিসেম্বর নির্বাচন : অন্তর্বর্তী প্রেসিডেন্ট

ঢাকা : আলজেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচন আগামী ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। দেশটিতে ব্যাপক বিক্ষোভের মুখে দীর্ঘদিনের শাসক আব্দেলাজিজ বৌতাফ্লিকার পদত্যাগের পর রাজনৈতিক শূন্যতার পাঁচ মাস পর এ নির্বাচনের ঘোষণা দেয়া হলো। তার অন্তর্বর্তী উত্তরসূরি রোববার এমন ঘোষণা দিলেন।

জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে আব্দেল কাদের বেনসালেহ বলেন, ‘আমি ২০১৯ সালের ১২ ডিসেম্বর বৃহস্পতিবার আলজেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছি।
এ নির্বাচনে অংশগ্রহণ করা থেকে তিনি নিজে বিরত থাকবেন বলেও ঘোষণা দেন।

নির্বাচনের আগে নতুন সংবিধান প্রণয়নের দাবিতে বিক্ষোভ চলা সত্ত্বেও ২০১৯ সালের শেষের দিকে ভোট অনুষ্ঠিত হবে এমন কথা সেনা প্রধান জেনারেল আহমেদ গাইদ সালেহ জোরদিয়ে বলার পর নির্বাচনের এ ঘোষণা দেয়া হলো। অসুস্থ বৌতাফ্লিকার পতনের পর থেকে আলজিয়ার্সের ক্ষমতাধর ব্যক্তি হিসেবে তাকে দেখা হয়।

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer