Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

আরও ১৭ এলাকা দখলমুক্ত করল আজারবাইজান

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:৫৪, ২৭ অক্টোবর ২০২০

প্রিন্ট:

আরও ১৭ এলাকা দখলমুক্ত করল আজারবাইজান

আর্মেনিয়ার দখল থেকে আরও ১৭ এলাকা দখলমুক্ত করেছে আজারবাইাজান। সোমবার এক ঘোষণায় এ কথা জানিয়েছেন আজেরি প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ।

প্রেসিডেন্ট আলিয়েভের উদ্ধৃতি দিয়ে দেশটির সংবাদ সংস্থা আজারটেক জানিয়েছে, জাঙ্গালিয়ান জেলার বিরিনজি আলিভাইলিম লিনজি আলিবাইলি, রাবান্ড এবং ইয়েনিকান্দ গ্রাম, জাবরাইল জেলার ভোভশুদলু, সফুলু, দাগ মাশানলি, কুদলার, হোভুসলু, চালাবিলার গ্রাম ও গুবাদলি শহরসহ জেলার পাদার, আফানদিলার, ইয়ুসিফবাইল, চাইতুমাস, কানলিগ, সারিইয়তাগ, মোল্লাবুরহান গ্রাম দখলমুক্ত করেছে আজারবাইজান।

এর আগে এক টুইটে আলিয়েভ বলেন, বাকু সীমান্তবর্তী আরও সাতটি গ্রাম দখলমুক্ত করেছে।তবে গ্রামগুলোর নাম প্রকাশ করা হয়নি।

প্রায় এক মাস ধরে নাগোরনো-কারাবাখ নিয়ে যুদ্ধে জড়িয়েছে আর্মেনিয়া ও আজারবাইজান। প্রথম থেকেই দুই দেশকে শান্তি বৈঠকে বসানোর চেষ্টা করছে রাশিয়া। দুইবার যুদ্ধবিরতির প্রস্তাবও হয় রাশিয়ার মধ্যস্থতায়। কিন্তু যুদ্ধবিরতি ঘোষণা হওয়ার কয়েক মিনিটের মধ্যেই তা লঙ্ঘন করেছে দুইটি দেশ।

এরই মধ্যে গত সপ্তাহে ফের দুই দেশকে আলোচনার টেবিলে বসায় মস্কো। গত বৃহস্পতিবার মস্কোয় পররাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে বৈঠক করেন আর্মেনিয়া এবং আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী। কিন্তু তাতেও সমাধান হয়নি।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer