Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১০ ১৪৩১, বুধবার ২৪ এপ্রিল ২০২৪

আরও শক্তিশালী হলো ঘূর্ণিঝড় বুরেভি: আঘাত হানবে শ্রীলঙ্কার উপকূলে

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:৪০, ২ ডিসেম্বর ২০২০

আপডেট: ২১:৪১, ২ ডিসেম্বর ২০২০

প্রিন্ট:

আরও শক্তিশালী হলো ঘূর্ণিঝড় বুরেভি: আঘাত হানবে শ্রীলঙ্কার উপকূলে

দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করা ঘূর্ণিঝড় বুরেভি বুধবার মধ্যরাত বা বৃহস্পতিবার সকালে শ্রীলঙ্কার উপকূলে আঘাত হানতে যাচ্ছে। আঘাত হানার সময় এর বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ১০০ কিমি। তবে এ ঘূর্ণিঝড়ের কোনো প্রভাব বাংলাদেশে পড়বে না।

ভারতীয় আবহাওয়া অফিস জানিয়েছে, শ্রীলঙ্কা হয়ে তামিলনাড়ুর দিকে এগোবে ঘূর্ণিঝড় বুরেভি। বৃহস্পতিবার প্রথমে শ্রীলঙ্কার উপকূলে আছড়ে পড়বে সেটি। তারপর মান্নার উপসাগর পেরিয়ে তামিলনাড়ু উপকূলে প্রবেশ করবে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত তামিলনাড়ুর দক্ষিণ অংশে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতি ও শুক্রবার বৃষ্টি হতে পারে কেরালার দক্ষিণ অংশেও। তাই সতর্কতামূলকভাবে বুধবার থেকে শনিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে।

এদিকে বাংলাদেশের আবহাওয়াবিদরা জানিয়েছেন, ঘূর্ণিঝড় বুরেভির কোনো প্রভাব দেশের উপকূলে থাকবে না। কয়েক দিন তাপমাত্রাও অপরিবর্তিত থাকবে। তবে সপ্তাহখানেক পরে শীতের প্রবণতা বাড়বে।

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer