Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১০ ১৪৩১, বুধবার ২৪ এপ্রিল ২০২৪

আরও আন্তর্জাতিক সহায়তা চান প্রধানমন্ত্রী

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০০:০২, ১০ এপ্রিল ২০২০

প্রিন্ট:

আরও আন্তর্জাতিক সহায়তা চান প্রধানমন্ত্রী

বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করা প্রাণঘাতি করোনাভাইরাস মোকাবিলায় বৃহস্পতিবার আন্তর্জাতিক সহযোগিতা আরও বৃদ্ধির আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনাভাইরাস মোকাবিলায় মেডিকেল সরঞ্জামসহ সরবরাহ করাসহ বাংলাদেশকে বিভিন্নভাবে সহযোগিতা করায় ধন্যবাদ জানিয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কাছে লেখা এক চিঠিতে প্রধানমন্ত্রী এ আহ্বান জানিয়েছেন বলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন।

চিঠিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিপুল পরিমাণ টেস্টিং কিট, মাস্ক, পিপিই এবং ইনফ্রারেড থার্মোমিটার সরবরাহের জন্য চীনের সাধারণ জনগণ এবং পেসিডেন্ট শি জিনপিং সরকারকে ধন্যবাদ জানান।এছাড়া, বাংলাদেশকে বিপুল পনিমাণ মাস্ক ও মেডিকেল সরঞ্জাম সরবরাহ করায় জ্যাক মা এবং আলিবাবা ফাউন্ডেশনকেও ধন্যবাদ জানান শেখ হাসিনা।

বৈশ্বিক এ সংকটের সময় চীনের জনগণ ও সরকার বাংলাদেশের পাশে দাঁড়াবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, ‘করোনা আক্রান্ত রোগী শনাক্তের পাশাপাশি বাংলাদেশের চিকিৎসকদের সুরক্ষার ক্ষেত্রে চীনের সহায়তা আমাদেরকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।’

প্রধানমন্ত্রী বলেন, করোনাভাইরাস মোকাবিলার ক্ষেত্রে চীন গোটা বিশ্বে উদাহরণ সৃষ্টি করেছে এবং বাংলাদেশ চীনের কাছ থেকে অভিজ্ঞতা গ্রহণ করছে। করোনাভাইরাসের এ চ্যালেঞ্জ মোকাবিলায় বৈশ্বিক নেতৃত্বকে সচল করতে অগ্রণী ভূমিকা নেয়ার জন্যও চীনা প্রেসিডেনেটর প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer