Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

আবাস বদল

আকিব শিকদার

প্রকাশিত: ০১:৪১, ৬ সেপ্টেম্বর ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

আবাস বদল

আমি তো চলেই যাবো। এই তো ক’দিন, ক’দিন আর...
ভেবে ভেবে গোছাই না অগোছালো আসবাব, থালাবাটি
বিছানার ওলট-পালট চাদর।
আমি তো চলেই যাবো। স্নানঘরে মেঝেতে শেওলা, টয়লেটে ছত্রাক
বারান্দায় উড়ে আসা ঝরাপাতা যখন কেউ সাফ করতে বলে
আমি বলি- বড়জোর দশ কিবা বারো দিন, তারপর
নতুন বাসায় নেবো ঠাঁই।
ভাড়াটে আবাস, লেনাদেনা চুকিয়ে চলে যাবো-
কেন তবে এতো দেখশন, অতিরিক্ত কদর...!

পৃথিবীটা রেস্তোরাঁ, মানুষেরা আশ্রিত পথযাত্রী।
ক্ষণকাল বিশ্রাম শেষে পুনরায় ছুটতে হবে। সবাইকে
নিশ্চিত যেতে হয়; সে কথা ভাবি না।
রেস্তোরাঁর কোন আসবাব, কোন তৈজষ
সাথে নেবার অধিকার ,সামর্থ্য কারও নেই। অথচ দেখো...
জাগতিক সংসার পরিপাটি সাজাতে কতো আয়োজন...!

যে দিন বাসাটা ছাড়লাম, তিন দিন
আগ থেকে প্রস্তুতি। পুটলা-পুটলি বাঁধি, জামা ইস্ত্রি, জুতো কালি
কতো শতো গোছগাছ ; পথের পাথেয় জমাই।
আথচ একদিন দুনিয়ার মায়া ছেড়ে
যেতে হবে চলে, অচেনা সে গন্তব্যে যাবার লাগি
থাকা চাই কিছু প্রস্তুতি, আছে কি সে খবর...!

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer