Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

আবারো সাবস্ক্রিপশন ফি বাড়াচ্ছে নেটফ্লিক্স

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:২০, ৮ এপ্রিল ২০১৯

প্রিন্ট:

আবারো সাবস্ক্রিপশন ফি বাড়াচ্ছে নেটফ্লিক্স

ঢাকা : আবারো সাবস্ক্রিপশন ফি বাড়াচ্ছে মার্কিন বিনোদনধর্মী প্রতিষ্ঠান নেটফ্লিক্স। ফি বাড়ানোর ব্যাপারে চলতি বছরের শুরুতেই ইঙ্গিত দিয়েছিল প্রতিষ্ঠানটি। এখন গ্রাহকদেরকে নোটিফিকেশনের মাধ্যমেও তারা ফি বৃদ্ধির বিষয়টি জানাতে শুরু করেছে।

তবে এটা শুধু যুক্তরাষ্ট্র ও ল্যাটিন আমেরিকা ব্যবহারকারীদের জন্য। নেটফ্লিক্সের বেসিক প্ল্যান প্যাকেজটি নিতে হলে খরচ করতে হবে ৯ ডলার (৭৫৬ টাকা)। বর্তমানে খরচ ৮ ডলার (৬৭২ টাকা)। দুটি ডিভাইসে এইচডি কনটেন্ট দেখার প্যাকেজ নিতে চাইলে খরচ পড়বে ১৩ ডলার (১ হাজার ৯২ টাকা)। আপাতত ১১ ডলারেই (৯২৪ টাকা) প্যাকেজটি কেনা যাচ্ছে। আল্ট্রা এইচডি প্যাকেজ নিতে চাইল খরচ হবে ১৬ ডলার (১ হাজার ৩৪৪ টাকা)। এখন খরচ হয় ১৪ ডলার (১ হাজার ১৭৬ টাকা)।

আগামী মাস থেকেই নতুন ফি কার্যকর হবে। তবে যারা জানুয়ারির ঘোষণার পর নেটফ্লিক্সে অ্যাকাউন্ট খুলেছেন তাদেরকে ইতোমধ্যেই বর্ধিত ফি দিতে হচ্ছে।

গত কয়েক বছর ধরেই দফায় দফায় সাবস্ক্রিপশন ফি বাড়িয়েছে নেটফ্লিক্স।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer