Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

আবারো ইসির বৈঠক বর্জন করলেন মাহবুব তালুকদার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৩১, ১৫ অক্টোবর ২০১৮

আপডেট: ১৪:২৮, ১৫ অক্টোবর ২০১৮

প্রিন্ট:

আবারো ইসির বৈঠক বর্জন করলেন মাহবুব তালুকদার

ঢাকা : জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে নির্বাচন কমিশনে বৈঠক চলছে। বৈঠকের কিছুক্ষণের মধ্যেই মত প্রকাশের স্বাধীনতা না থাকায় নোট অব ডিসেন্ট দিয়ে সভা থেকে বের হয়ে আসেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।

সোমবার বেলা ১১টায় ইসি সচিবালয়ের সভা কক্ষে প্রধান নির্বাচন কমিশনার কে. এম নুরুল হুদার সভাপতিত্বে এই বৈঠক শুরু হয়। ৩৬তম কমিশন সভায় সিইসি ছাড়াও অন্য তিন নির্বাচন কমিশনার ও ইসি সচিবসহ কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

সভায় একাদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি কতটুকু সম্পন্ন হয়েছে, তা কমিশনকে অবহিত করবে ইসি সচিবালয়। ইসি কর্মকর্তারা জানিয়েছেন, নির্বাচন পরিচালনার কর্মপরিকল্পনা ও বাস্তবায়নসূচি উপস্থাপনের জন্য কর্মকর্তাদের বিভাগ অনুযায়ী দায়িত্ব বণ্টন করে দেয়া হয়েছে। ভোটার তালিকা বিধিমালা সংশোধনের বিষয়টিও আজকের বৈঠকের আলোচ্যসূচিতে রয়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer