Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

আবারও ‘রেলপানি’ বিক্রি শুরু

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৪৭, ১৬ নভেম্বর ২০২০

প্রিন্ট:

আবারও ‘রেলপানি’ বিক্রি শুরু

রেলওয়ের আওতাধীন এলাকায় পুনরায় ‘রেলপানি’ বিক্রি শুরু হয়েছে। বিএসটিআই, বুয়েট এবং আইসিডিডিসআবি রিপোর্ট মোতাবেক এই পানি পানের উপযুক্ত হিসেবে বলা হয়েছে।

সোমবার বাংলাদেশ রেলওয়ে মার্কেটিংয়ের উপ-পরিচালক কালীকান্ত ঘোষ  বিষয়টি জানিয়েছেন।এর আগে, সামাজিক যোগাযোগ মাধ্যমে রেলপানির মান নিয়ে প্রশ্ন উঠলে গত ১১ অক্টোবর থেকে সাময়িকভাবে এটি বিক্রি বন্ধ রেখেছিলো কর্তৃপক্ষ।

পরে বৃহস্পতিবার ‌‌রেলপানির বিষয়ে প্রেস ব্রিফিং করে রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, `সামাজিক যোগাযোগ মাধ্যমে রেলপানির মান নিয়ে প্রশ্ন উঠায় বাংলাদেশ রেলওয়ে কর্তৃক বিএসটিআই, বুয়েট এবং আইসিডিডিআবি দ্বারা পানি পরীক্ষা করানো হয়েছে। বিএসটিআই, বুয়েট এবং আইসিডিডিসআবি রিপোর্ট মোতাবেক এ পানি পানের উপযুক্ত হিসেবে সনদপত্র প্রদান করেছে। সুতরাং এই পানি বিক্রিতে আর কোনো সমস্যা নাই। তাই আগামী ১৫ নভেম্বর থেকে এই পানি আবার বিক্রি হবে`।

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer