Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

আবারও দাম বাড়লো এলপিজি গ্যাসের

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৪২, ৩ জুলাই ২০২২

আপডেট: ১৬:৪৩, ৩ জুলাই ২০২২

প্রিন্ট:

আবারও দাম বাড়লো এলপিজি গ্যাসের

দেশে আবারও বাড়ল এলপিজি গ্যাসের দাম। ভোক্তা পর্যায়ে ১২ কেজির তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের দাম ১২ টাকা বাড়ল। আজ বিকেলে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) দাম বাড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করেছে।

দাম বাড়ানোর ফলে প্রতি সিলিন্ডারের দাম এখন দাঁড়াচ্ছে ১ হাজার ২৫৪ টাকা। এর আগে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ২৪২ টাকা। নতুন দাম আজ থেকেই কার্যকর হচ্ছে। 

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে ৫০ টাকা কমিয়ে এলপিজির দাম ১ হাজার ১৭৮ টাকা নির্ধারণ করে সরকার। ফেব্রুয়ারি মাসে ৬২ টাকা দাম বাড়ানো হয়। মার্চ মাসে তা বাড়িয়ে ১ হাজার ৩৯১ টাকা নির্ধারণ করা হয়। এপ্রিল মাসে আরও ৪৮ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৩৯ টাকা দাম নির্ধারণ করা হয়। মে মাসে তা ১০৪ টাকা কমিয়ে ১ হাজার ৩৩৫ টাকা করা হয়। (২ জুন) ১২ কেজির প্রতিটি এলপি গ্যাস সিলিন্ডারের দাম ৯৩ টাকা কমানো হয়। ফলে প্রতি সিলিন্ডারের দাম দাঁড়ায় ১ হাজার ২৪২ টাকা।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer