Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৩ ১৪৩০, বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪

আবারও কুয়েতে বন্ধ হলো ফ্লাইট : বিপাকে প্রবাসীরা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৪২, ২১ ফেব্রুয়ারি ২০২১

প্রিন্ট:

আবারও কুয়েতে বন্ধ হলো ফ্লাইট : বিপাকে প্রবাসীরা

করোনা সংক্রমণের শঙ্কায় আবারও কুয়েতে বন্ধ হলো ফ্লাইট। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বিদেশি কেউ দেশটিতে প্রবেশ করতে পারবেন না। ঠিক তেমনি যারা অবস্থান করছেন বর্তমানে তারাও ফিরতে পারবেন না নিজ দেশে।

কেবল কুয়েতি নাগরিকরা যাতায়াত করতে পারবেন অনায়াসে। শনিবার  রাতে নতুন করে সিদ্ধান্ত গ্রহণ করে কুয়েত সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ।

এর আগে সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ জানায়, রোববার থেকে বাংলাদেশসহ নিষেধাজ্ঞা আরোপ করা বিশ্বের ৩৫টি দেশের অভিবাসীরা সরাসরি কুয়েত প্রবেশ করতে পারবেন। লাগবে না তৃতীয় কোনো দেশে ১৪ দিনের কোয়ারেন্টিন। এর মধ্যেই আবারও নতুন সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ।

 প্রবাসী বাংলাদেশিরা বলছেন, কুয়েক সরকার অচিরেই সীমান্ত খুলে না দিলে রেমিট্যান্সপ্রবাহ বাড়বে না।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer