Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

আবারও ইনজুরিতে তামিম

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:০১, ১৪ নভেম্বর ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

আবারও ইনজুরিতে তামিম

ঢাকা : এশিয়া কাপ খেলতে সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিলেন ডান হাতে ইনজুরি নিয়ে। আর সেখানে গিয়ে নতুন করে ইনজুরিতে পড়েন তিনি। বাম হাতের কব্জিতে চিড় ধরে। টুর্নামেন্ট শুরু হতে না হতেই ফিরতে হয় দেশে। এখনও চলছে সেই ইনজুরির পুনর্বাসন। উইন্ডিজের বিপক্ষে আগামী ২২ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া প্রথম টেস্টে তার খেলার ব্যাপারে আশাবাদী ছিল ক্রিকেট বোর্ড।

তবে পুরনো ইনজুরি থেকে পুরোপুরি সেরে ওঠার আগেই আবারও ইনজুরিতে পড়েছেন বাঁহাতি ওপেনার।

বাঁহাতের ইনজুরির পুনর্বাসনের অংশ হিসেবে ধীরে ধীরে অনুশীলন চালিয়ে যাওয়া তামিম যথারীতি অনুশীলন করছিলেন মঙ্গলবারও । কিন্তু একাডেমি মাঠে অনুশীলনের সময় সাইড স্ট্রেইনের ইনজুরিতে পড়েন তিনি।এই চোট উইন্ডিজ সিরিজের তার অংশগ্রহণ সংশয়ে ফেলে দিয়েছে।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোকে তামিমের ইনজুরি প্রসঙ্গে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, ‘তামিমের ইনজুরি সম্পর্কে ডাক্তারের প্রতিবেদনের অপেক্ষা করছি আমরা। তবে প্রথম টেস্টের জন্য তাকে পাওয়া কঠিন হবে।’

নেটে ব্যাট করার সময় চোট পাওয়া তামিম এখন রয়েছেন ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে। তামিমের ইনজুরি সম্পর্কে জানিয়ে বিসিবি চিকিৎসক দেবাশিষ চৌধুরী বলেন, ‘ব্যাটিং অনুশীলনের সময় সাইড স্টেইনের ইনজুরিতে পড়েছেন তামিম। পাঁজরে ব্যথা রয়েছে। আমরা আল্ট্রাসনো করেছি এবং তাঁকে ৪৮ ঘণ্টার বিশ্রাম দিয়েছি। যদি ৪৮ ঘণ্টার মধ্যে তামিম কোনো ব্যথা অনুভব না করেন তাহলে দ্রুত সুস্থ হয়ে যাবেন। কিন্তু ব্যথা হলে এক্স-রে করতে হবে।’

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer