Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

আবার মঙ্গলগ্রহে রোভার পাঠাবে নাসা

বহুমাত্রিক.কম

প্রকাশিত: ২১:১৬, ২২ সেপ্টেম্বর ২০১৮

আপডেট: ২১:২৬, ২২ সেপ্টেম্বর ২০১৮

প্রিন্ট:

আবার মঙ্গলগ্রহে রোভার পাঠাবে নাসা

ঢাকা : মঙ্গলগ্রহে আবারও রোভার পাঠাবে মার্কিন গবেষণা প্রতিষ্ঠান নাসা। রোভারের নামকরণের জন্য শিক্ষার্থীদের নিয়ে একটি প্রতিযোগিতার আয়োজনও করা হয়েছে। চলছে সহযোগী প্রতিষ্ঠানের সন্ধান। ২০১৯-এর শিক্ষাবর্ষের মধ্যেই প্রস্তুত রোভারটির নাম দিতে হবে। লাল গ্রহে প্রাণীর অস্তিত্ব খুঁজতে ২০২০ সালে মঙ্গলাভিযানে যাবে ওই রোভারটি।

গত শুক্রবার এক বিবৃতি নাসা জানায়, স্পনসরদের আগামী ৯ অক্টোবরের মধ্যে প্রস্তাবপত্র জমা দিতে হবে। যে কোনও ধরনের স্বেচ্ছাসেবী সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান প্রতিযোগিতাতে স্পনসরশিপের জন্য আবেদনপত্র জমা করতে পারবে।

ওয়াশিংটনে নাসা সদর দফতরে সায়েন্স মিশন ডিরেক্টরেটের সহকারী প্রশাসক টমাস জুরবুচেন বলেন, ১৯৯৭ সালে মঙ্গলে প্রথম রোভার পাঠানোর পর থেকেই এই নামকরণের প্রতিযোগিতা আয়োজন করছি।২০২০ সালের জুলাই বা অাগস্ট মাসে ফ্লোরিডা থেকে নতুন রোভারটি পাঠানো হবে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer