Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

আবার ক্ষমতায় এলে নৌবাহিনীর আরো আধুনিকায়ন হবে : প্রধানমন্ত্রী

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৩৯, ৫ নভেম্বর ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

আবার ক্ষমতায় এলে নৌবাহিনীর আরো আধুনিকায়ন হবে : প্রধানমন্ত্রী

ঢাকা : আবার ক্ষমতায় এলে নৌবাহিনীকে আরো আধুনিকভাবে করে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, নৌবাহিনীকে আধুনিকায়নের পাশাপাশি আরো শক্তিশালীও করা হবে।

আজ সোমবার রাজধানীর খিলক্ষেতে নৌবাহিনী ঘাঁটি `শেখ মুজিব`র উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব এ কথা বলেন।

নৌ ঘাঁটি উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, আজ অত্যন্ত আনন্দিত বানৌজা `শেখ মুজিব` ঘাঁটি যাত্রা শুরু করল। এই ঘাঁটি নিজস্ব অপারেশনের পাশাপাশি জাতীয় দুর্যোগ মোকাবেলায় বিশেষ দায়িত্ব পালন করবে।

তিনি বলেন, ঢাকা অঞ্চলে নৌ সদর দপ্তর, একটি ছোট নৌ ঘাঁটি ব্যতিত আগে কিছু ছিল না। বানৌজা শেখ মুজিব হওয়ায় এটিই ঢাকা অঞ্চলের প্রথম পূর্ণাঙ্গ নৌ ঘাঁটি।তিনি আরো বলেন, জাতির পিতা চেয়েছিলেন বাংলাদেশকে একটি উন্নত ও স্বাধীন দেশ হিসেবে গড়ে তুলতে। এজন্য তিনি একটি প্রতিরক্ষা নীতিমালাও তৈরি করেছিলেন।

শেখ হাসিনা জানান, যারা দেশের অতন্ত্রপ্রহরী তাদের পরিবারের সকলেই যেন ভালোভাবে বসবাস করতে পারে সে লক্ষ্যে কাজ করছে সরকার।

এ সময় অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারেক আহমেদ সিদ্দিক, নৌ বাহিনী প্রধান অ্যাডমিরাল নিজাম উদ্দিন আহমেদ এবং ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer