Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

আফগানিস্তানের কাছে বড় ব্যবধানে হারল বাংলাদেশ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০১:৩৯, ২১ সেপ্টেম্বর ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

আফগানিস্তানের কাছে বড় ব্যবধানে হারল বাংলাদেশ

আফগানিস্তানের বিপক্ষে ২৫৬ রানের লক্ষে ব্যাট করতে নেমে ১১৯ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। ফলে ১৩৬ রানের বড় ব্যবধানে হারল টাইগাররা। রশিদ খানের ঘূর্ণিতে একের পর এক উইকেট হারায় দলটি। এক রশিদ খানের কাছেই হেরেছে বাংলাদেশ।

আজ নিজেদের চতুর্থ ওভারের চতুর্থ বলে মুজিবকে লং অনের উপর দিয়ে মারতে গিয়ে ক্যাচ তুলে সাজঘরে ফিরেন ১৩ বলে ৭ রান করা অভিষিক্ত শান্ত। পঞ্চম ওভারের পঞ্চম বলে লিটন দাসকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন আফগান পেসার আফতাব আলম। খানিক বাদেই সাজঘরের পথ ধরেন মুমিনুলও। এরপর গুলবাদিন নাইবের বলে বোল্ড হয়ে ফিরে যান মিথুন। ২৩ তম ওভারে স্পিনার রশিদের বলে ব্যক্তিগত ৩২ রানে ফিরেন সাকিব।

উইকেটে থিতু হলেও রশিদ খানের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন মাহমুদুল্লাহ রিয়াদ। ৩০তম ওভারে বিদায় নেওয়ার আগে তিনি ৫৪ বলে করেন ২৭ রান। দলীয় ৯০ রানের মাথায় ষষ্ঠ উইকেট হারায় বাংলাদেশ। ইনিংসের ৩৪তম ওভারে রহমত শাহর বলে ক্যাচ দিয়ে ফেরেন ৪ রান করা মেহেদি হাসান মিরাজ। দলীয় ১০০ রানে বাংলাদেশ হারায় সপ্তম উইকেট। মোহাম্মদ নবীর বল উড়িয়ে মারতে গিয়ে ০ রানেই ফেরেন মাশরাফি। আবু হায়দার রনি রান আউট হন। শেষ ব্যাটসম্যান হিসেবে বিদায় নেন রুবেল হোসেন। মোসাদ্দেক ২৬ রানে অপরাজিত থাকেন।

২০তম জন্মদিনে রশিদ খান ৯ ওভারে ১৩ রান খরচায় তুলে নেন ২টি উইকেট। মোহাম্মদ নবী ১০ ওভারে ২৪ রান খরচায় তুলে নেন একটি উইকেট। গুলবাদিন নাইব দুটি, মুজীব উর রহমান দুটি, আফতাব আলম একটি, রহমত শাহ একটি করে উইকেট পান।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer