Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

আফগানিস্তানে ট্রাম্পের আকস্মিক সফর

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:০৮, ২৯ নভেম্বর ২০১৯

প্রিন্ট:

আফগানিস্তানে ট্রাম্পের আকস্মিক সফর

ঢাকা : মার্কিন সেনাদের ধন্যবাদ জানাতে আকস্মিক সফরে আফগানিস্তানে গেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।আনুষ্ঠানিক কোনও কাজ না থাকলেও `থ্যাংকস গিভিং ডে` উপলক্ষে আফগানিস্তানে মোতায়েন মার্কিন সেনাদের সঙ্গে কিছু আনন্দঘন মুহূর্ত কাটিয়ে আবার নিজ দেশে ফিরে গেছেন ক্ষমতাধর এই প্রেসিডেন্ট।

তবে যাওয়ার আগে আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানির সঙ্গে দেখা করেছেন ট্রাম্প। তিনি জানিয়েছেন, তার প্রশাসন শান্তি চুক্তি নিয়ে তালেবানদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। শিগগিরই উপযুক্ত সমাধান মিলবে বলে আশাবাদী তিনি। খবর সিএনএনের।

স্থানীয় সময় বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে আফগানিস্তানের বাগ্রাম সেনাঘাঁটিতে পৌঁছান মার্কিন প্রেসিডেন্ট। সেখানে সেনা সদস্যদের সঙ্গে থ্যাংকসগিভিং ডিনার করে আবার মধ্যরাতেই যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওয়ানা হন তিনি।

ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর টুইটারে আশরাফ ঘানি বলেন, উভয়পক্ষই মনে করে, তালেবানরা যদি শান্তি চুক্তিতে পৌঁছাতে দৃঢ়প্রতিজ্ঞ হয়, তাহলে তাদের অবশ্যই উচিত যুদ্ধবিরতিতে সম্মত হওয়া।যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর আফগানিস্তানে এটিই ট্রাম্পের প্রথম সফর।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer