Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

আন্তর্জাতিক ফুটবলের সফল আয়োজনে আনন্দিত প্রধানমন্ত্রী

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:৩৩, ২৫ জানুয়ারি ২০২০

প্রিন্ট:

আন্তর্জাতিক ফুটবলের সফল আয়োজনে আনন্দিত প্রধানমন্ত্রী

ঢাকা : বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবলের সফল আয়োজনে আনন্দিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার ফাইনাল শেষে প্রতিযোগিতার ছয়টি দলকে অভিনন্দন জানিয়েছেন তিনি, প্রধান অতিথি হিসেবে ট্রফি তুলে দিয়েছেন চ্যাম্পিয়ন ফিলিস্তিনের খেলোয়াড়দের হাতে।

বঙ্গবন্ধু স্টেডিয়ামে পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, ‘বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবলে অংশ নেওয়া বাংলাদেশ, ফিলিস্তিন, বুরুন্ডি, মরিশাস, শ্রীলঙ্কা ও সেশেলস দলকে আমার আন্তরিক অভিনন্দন।’

জাতির পিতা ও জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেছেন, ‘সুন্দর টুর্নামেন্ট হয়েছে। বাংলাদেশ সুন্দর দেশ। আশা করি, অতিথি দলগুলো আবার এই প্রতিযোগিতায় অংশ নেবে। জাতির পিতা, জাতীয় চার নেতা এবং মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি।’

বঙ্গবন্ধুর অবদানের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেছেন, ‘জাতির পিতার অবদানে আজ বাংলাদেশ স্বাধীন। তাই আমরা এমন টুর্নামেন্ট আয়োজন করতে পারছি। আমরা চাই, খেলাধুলার মাধ্যমে দেশের মানুষ সুনাগরিক হিসেবে গড়ে উঠুক। সেই লক্ষ্যে প্রাথমিক স্কুলের মেয়েদের জন্য বঙ্গমাতা আর ছেলেদের জন্য বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট শুরু করেছি।’

তিনি আরও বলেছেন, ‘আমাদের সরকার সবসময় খেলাধুলাকে গুরুত্ব দেয়। আমরা চাই খেলাধুলার মাধ্যমে ছেলেমেয়েরা এগিয়ে যাক। জাতির পিতার জন্মশতবার্ষিকীতে আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট আয়োজন করায় সবাইকে ধন্যবাদ জানাই। ফিলিস্তিনকে বিশেষ ধন্যবাদ জানাই। বুরুন্ডিকেও ধন্যবাদ।’

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer