Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১০ ১৪৩১, বুধবার ২৪ এপ্রিল ২০২৪

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নতুন ডুডল গুগলের

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৫৯, ৮ মার্চ ২০১৯

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নতুন ডুডল গুগলের

ঢাকা : যে কোনো বিশেষ দিন বা বিশেষ ঘটনা উপলক্ষে মাঝে মধ্যেই সার্চ জায়ান্ট গুগলকে তাদের ডুডল বদলাতে দেখা যায়। তাই আন্তর্জাতিক নারী দিবস কেন পিছিয়ে থাকবে। সারা বিশ্ব জুড়ে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়।

সেই উপলক্ষেই নারী শক্তিকে সম্মান ও অভিনন্দন জানাতে মহিলাদের উৎসর্গ করে নতুন ডুডল পোস্ট করল গুগল সার্চ ইঞ্জিন।

এবারের নারী দিবসের ডুডলটি ভিন্নভাবে উপস্থাপন করেছে গুগল। গুগল ডুডলের স্লাইডশোর মাধ্যমে ১৪টি ভাষায় নারীদের সম্মান জানিয়ে অসাধারণভাবে উপস্থাপন করাতে দেখা যাবে আজ।

আন্তর্জাতিক নারী দিবস (আদি নাম আন্তর্জাতিক কর্মজীবী নারী দিবস) প্রতিবছর ৮ মার্চ পালিত হয়। বিশ্বব্যাপী নারীরা একটি প্রধান উপলক্ষ হিসেবে এ দিবস উদ্যাপন করে থাকেন। বিশ্বের বিভিন্ন প্রান্তে নারী দিবস উদ্যাপনের প্রধান লক্ষ্য বিভিন্ন প্রকার হয়। কোথাও নারীর প্রতি সাধারণ সম্মান ও শ্রদ্ধা উদ্যাপনের মুখ্য বিষয় হয়, আবার কোথাও মহিলাদের আর্থিক, রাজনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠানটি বেশি গুরুত্ব পায়।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer