Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

আন্তর্জাতিক জুডো ফেডারেশন থেকে পুতিনকে বহিষ্কার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৪৩, ২৭ ফেব্রুয়ারি ২০২২

প্রিন্ট:

আন্তর্জাতিক জুডো ফেডারেশন থেকে পুতিনকে বহিষ্কার

আন্তর্জাতিক জুডো ফেডারেশনের সম্মানজনক সভাপতি ও রাষ্ট্রদূতের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে।

তিনি জুডোতে ব্ল্যাক বেল্ট অর্জন করেছিলেন। ইউক্রেনে হামলার পর সাম্প্রতিক রাশিয়ার বিরুদ্ধে বেশ কিছু ক্রীড়া নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সোচিতে সেপ্টেম্বরে ফরমুলা ওয়ান গ্রান্ড প্রিক্স হওয়ার কথা ছিল। কিন্তু তা বাতিল করা হয়েছে।

এছাড়া চলতি সপ্তাহের শুরুতে ২০২২ চ্যাম্পিয়নস লিগ ফাইনাল সেন্ট পিটার্সবার্গের পরিবর্তে প্যারিসে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৬৪ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। রোববার জাতিসংঘ এমন তথ্য দিয়েছে।

সংস্থাটির অফিস ফর দ্য কোঅর্ডিনেশন অব হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স বলছে, রাশিয়ার হামলায় ২৪০ বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন। তার মধ্যে নিহত ৬৪ জন।

এছাড়া বেসামরিক স্থাপনায় হামলায় হাজার হাজার মানুষ বিদ্যুৎ ও পানি সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। শত শত বাড়িঘর ধ্বংস ও ক্ষতিগ্রস্ত হয়েছে। কিছু কিছু এলাকায় বাজার সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer