Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মোহাম্মদ আলীকে অপসারণ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:১৬, ৫ জানুয়ারি ২০২০

প্রিন্ট:

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মোহাম্মদ আলীকে অপসারণ

ঢাকা : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মোহাম্মদ আলীকে শৃঙ্খলা ও পেশাগত আচরণবিধি ভঙ্গ এবং গুরুতর অসদাচরণের দায়ে অবশেষে অপসারণ করা হয়েছে। রোববার তাকে অপসারণ করে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ থেকে আদেশ জারি করা হয়েছে।

আজ থেকেই অপসারণের আদেশ কার্যকর হবে। মোহাম্মদ আলী ২০১১ সালের ৫ অক্টোবর প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছিলেন।

এর আগে ২০১৬ সালের ১৮ ফেব্রুয়ারি তাকে সাময়িক বরখাস্ত করা হয়। ওই সময় ময়মনসিংহ-৭ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির নেতা এম এ হান্নানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামিন দিতে ট্রাইব্যুনালের এক বিচারককে ঘুষের প্রস্তাব দিয়েছিলেন মোহাম্মদ আলী।

এরপর মোহাম্মদ আলীকে সব মামলা থেকে প্রত্যাহার করে সাময়িক বরখাস্ত করা হয়। রাষ্ট্রের বিরুদ্ধে ফৌজদারি মামলা পরিচালনা করারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অবশেষে তাকে অপসারণ করা হলো।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer