Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৪ ১৪৩১, বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪

আন্তর্জাতি কলকাতা বইমেলা শুরু আগামী বছর জানুয়ারির শেষে

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৫৬, ১৯ অক্টোবর ২০২২

আপডেট: ১৩:৫৮, ১৯ অক্টোবর ২০২২

প্রিন্ট:

আন্তর্জাতি কলকাতা বইমেলা শুরু আগামী বছর জানুয়ারির শেষে

ফাইল চিত্র

আজ ঘোষিত হল ২০২৩-র কলকাতা আন্তর্জাতিক বইমেলার দিনক্ষণ। ২০২৩-র কলকাতা আন্তর্জাতিক বইমেলা উদ্ধোধন ৩১ জানুয়ারিতে। মেলা চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। এবছরও সল্টলেকের সেন্ট্রাল পার্কেই অনুষ্ঠিত হবে কলকাতা বইমেলা।

করোনা-আতঙ্ক দূর হতেই চেনা ছন্দে গোটা বাংলা। পুজোর আবহ শেষ হতে না হতেই, অন্য উৎসবের প্রস্তুতিতে মেতে ওঠেন সকলে। শুধুমাত্র কলকাতায় নয়, গোটা বাংলা জুড়েই শীতকালীন উৎসবের প্রস্তুতি শুরু হয় এখন থেকে। গত দুই বছর, করোনাকালে বিধিনিষেধের কারণে উৎসবের আনন্দে ভাটা পড়েছিল। তবে চলতি বছরে উন্মাদনা যেন তুঙ্গে। কলকাতা বইমেলার দিনক্ষণ ঘোষণা হতেই খুশির রেশ ছড়িয়েছে বইপ্রেমীদের মধ্যে।

উল্লেখ্য, গত বছর একাধিকবার পিছিয়ে গিয়েছিল বইমেলা। অবশেষে অনুষ্ঠিত হলেও একাধিক নিয়মবিধি ছিল। মাস্ক পরাও বাধ্যতামূলক করা হয়েছিল। চলতি বছরে কোনও নিয়ম জারি করা হবে কি না, তা এখনও জানা যায়নি।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer