Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

আদালতে হাজির বাবরসহ ৩১ আসামি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:৩৮, ১০ অক্টোবর ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

আদালতে হাজির বাবরসহ ৩১ আসামি

ঢাকা : বুধবার ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় ঘোষণা করা হবে। রায় ঘোষণার আগে বেলা ১১টা ২০ মিনিটে মামলার আসামি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ৩১ জনকে পুলিশ পাহারায় ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর মধ্যে বাবরসহ কয়েকজনকে একটি মাইক্রোবাসে ও অন্যদের ২টি প্রিজন ভ্যানে করে ট্রাইব্যুনালে আনা হয়।

১৪ বছর এক মাস ২১ দিন আগে আওয়ামী লীগ সভানেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলা মামলার রায় দেয়া হবে আজ। পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের সাবেক কেন্দ্রীয় কারাগারের পাশে অবস্থিত ঢাকার ১নং অস্থায়ী দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নুর উদ্দিন এ মামলার রায় ঘোষণা করবেন।

এর আগে ১৮ সেপ্টেম্বর রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য এ দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer