Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৪ ১৪৩১, বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪

আট বছরেও শিল্পকলার নিজস্ব ভবন না হওয়ায় মহাপরিচালকের আক্ষেপ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:২৩, ২১ মে ২০১৯

প্রিন্ট:

আট বছরেও শিল্পকলার নিজস্ব ভবন না হওয়ায় মহাপরিচালকের আক্ষেপ

ছবি : বহুমাত্রিক.কম

গাজীপুর: গাজীপুর শিল্পকলা একাডেমির গত আট বছরেও নিজস্ব জায়গা বা ভবন না হওয়ায় আক্ষেপ করলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। সোমবার গাজীপুর শিল্পকলা একাডেমি আকষ্মিক পরিদর্শনকালে তিনি এজন্য উষ্মা প্রকাশ করেন।

লিয়াকত আলী লাকী এদিন সকালে ময়মনসিংহের হালুয়াঘাটে প্রয়াত আওয়ামী লীগ নেতা ও সাংসদ প্রমোদ মানকিনের নামে করা একটি অডিটোরিয়াম উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। রাজধানীতে ফেরার পথে বেলা ৩ টায় গাজীপুর শিল্পকলায় আসেন। এ

সময় জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-৩ দিলরুবা ফাইজিয়া, জেলা কালচারাল অফিসার শারমীন জাহান, গাজীপুর প্রেস ক্লাবের সহ-সভাপতি সৈয়দ মোকছেদুল আলম (লিটন), জেলা শিল্পকলার ফিল্ম সোসাইটির নির্বাহী সদস্য ইফতেখার শিশির, কাপাসিয়া শিল্পকলার সদস্য সচিব চন্দন রক্ষিত প্রমুখ উপস্থিত ছিলেন।

মহাপরিচালক লিয়াকত আলী লাকীকে ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হয়। জেলা শিল্পকলার প্রশিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer