Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

‘আজাদি সেনাদের হত্যায় ব্রিটিশ সরকারকে ক্ষমা চাইতে হবে’

প্রিয়ম গুহ, জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৫:২৯, ৩১ ডিসেম্বর ২০১৮

আপডেট: ২০:৩৩, ৩১ ডিসেম্বর ২০১৮

প্রিন্ট:

‘আজাদি সেনাদের হত্যায় ব্রিটিশ সরকারকে ক্ষমা চাইতে হবে’

ছবি: প্রতিবেদক

কলকাতা: আজাদ হিন্দ ফৌজের বীরযোদ্ধাদের যুদ্ধবন্দি অবস্থায় নির্বিচার হত্যার জন্য ব্রিটিশ সরকারকে ক্ষমা চাইতে বললেন জয়শ্রী পত্রিকার সম্পাদক বিজয় নাগ। নেতাজি সুভাষচন্দ্র বসু ও তাঁর আজাদ হিন্দ ফৌজ সংক্রান্ত বহু বিরল তথ্যভান্ডার হিসেবে খ্যাত এই পত্রিকা। 

গতকাল ৩০ ডিসেম্বর রোববার ঐতিহাসিক শহিদ-স্বরাজ দিবস উপলক্ষে কলকাতা ক্লাবে ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্যোশাল ডেভেলপমেন্ট আয়োজিত সেমিনারে এই দাবি জানান তিনি।   

নেতাজি স্নেহধন্যা বিপ্লবী লীলা রায়ের এই ভ্রাতুষ্পুত্র বলেন, ‘বহু সময় চলে গেছে। যুদ্ধের আন্তর্জাতিক সব নীতি-নৈতিকতা ও আইন অমান্য করে যুদ্ধবন্দি আজাদ হিন্দ ফৌজের সেনাদের নির্বিচার হত্যার জন্য ব্রিটিশ সরকারকে ক্ষমা চাইতে হবে। বর্তমান ভারত সরকারের উচিত, এর জন্য ব্রিটিশ সরকারকে অব্যাহত চাপ প্রয়োগ করা।’

আজন্ম নেতাজি অনুগামী এই গবেষক-সম্পাদক জোর দাবি জানিয়ে বলেন, ‘সরকারকে ক্লারিফাই করতে হবে ১৯৪৫ এর পর নেতাজির কী হলো? এই জিজ্ঞাসার সমাধান সরকারকে করতেই হবে।’

নেতাজি গবেষক ও আলিপুর বার্তার সম্পাদক ড. জয়ন্ত চৌধুরী সেমিনারে বলেন, ‘কেন্দ্রিয় সরকার রাজ্য সরকারকে নেতাজি ও আজাদ হিন্দ ফৌজের ইতিহাস পাঠ্যক্রমে অন্তর্ভূক্ত করতে চিঠি দিয়েছে। আমরা দ্রুত এর বাস্তবায়ন দেখতে চাই। প্রজন্মকে ভুল ইতিহাস শেখানো হচ্ছে যুগের পর যুগ। প্রকৃত স্বাধীনতার ইতিহাস পাঠের সুযোগ তাদের করে দিতে হবে। এর ব্যত্যয় নেতাজিপ্রেমীরা মেনে নেবে না।’

হিন্দু মহাসভার সর্বভারতীয় সভাপতি ও নেতাজির প্রপৌত্রী রাজ্যশ্রী চৌধুরী বলেন, ‘স্বাধীন ভারতে আমরা চাই ভারতের সব সরকার যেন আজাদ হিন্দ সরকারের আদলেই হয়। এটি কোটি ভারতবাসীর প্রাণের দাবি।’  সেমিনারে আরও বক্তব্য রাখেন-পার্থ সারথি চট্টোপাধ্যায়, সুব্রত বসু, কল্লোল গুহ ঠাকুরতা প্রমুখ।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer