Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১০ ১৪৩১, বুধবার ২৪ এপ্রিল ২০২৪

আজ শেষ হচ্ছে আয়কর রিটার্ন জমা দেয়ার সময়

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:৪০, ৩০ নভেম্বর ২০২০

প্রিন্ট:

আজ শেষ হচ্ছে আয়কর রিটার্ন জমা দেয়ার সময়

ঢাকা : আয়কর রিটার্ন জমা দেয়ার শেষদিন আজ। আয়কর রিটার্ন জমা দেয়ার সংখ্যা এবছর বাড়লেও কমেছে কর আদায়। গত বছর ২৬ নভেম্বর পর্যন্ত রিটার্ন জমা পড়েছিল ১২ লাখ ৫৭ হাজার ৬২৬টি । তবে একই সময়ে কর আদায় কমেছে ১৯৩ কোটি টাকা।

গত বছর কর বাবদ সরকারের খাতায় জমা পড়েছিল ২ হাজার ৫৮০ কোটি টাকা। সেখানে এবার আয়কর হিসেবে সরকার পেয়েছে ২ হাজার ৩৮৭ কোটি টাকা।

সেগুনবাগিচায় জাতীয় রাজস্ব বোর্ড সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম। এসময় তিনি বলেন, আয়কর রিটার্ন দাখিলের সময় আর বাড়ানো হবে না।

এদিকে, কর যোগ্য ব্যক্তিরা রিটার্ন জমা না দিলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer