Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

আগামী সপ্তাহে ব্যক্তিগত প্রশিক্ষণে যোগ দেবেন সাকিব

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৩০, ২ সেপ্টেম্বর ২০২০

প্রিন্ট:

আগামী সপ্তাহে ব্যক্তিগত প্রশিক্ষণে যোগ দেবেন সাকিব

বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান আগামী সপ্তাহে ব্যক্তিগত প্রশিক্ষণে যোগ দেবেন।এর আগে মঙ্গলবার দিবাগত রাতে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন তিনি।ঢাকায় পৌঁছে সাকিব বনানীতে তার বাসায় ওঠেন। আগামীকাল তার কোভিড-১৯ পরীক্ষা করার কথা রয়েছে।

পরীক্ষায় করোনা ধরা না পড়লে তিনি বিকেএসপিতে তার ছোটবেলার কোচ নাজমুল আবেদীন ফাহিমের তত্ত্বাবধানে ব্যক্তিগত প্রশিক্ষণে যোগ দেবেন।ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করার অভিযোগে ৩৩ বছর বয়সী এ তারকা অলরাউন্ডারকে দুবছরের নিষেধাজ্ঞা দেয় আইসিসি। পরে তা কমে এক বছর হয়। অক্টোবরেই তিনি মাঠে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

সম্প্রতি গণমাধ্যমের সাথে আলাপকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান জানান, আগামী ২৪ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া শ্রীলঙ্কা সফরে সাকিব ফিরবেন বলে তারা প্রত্যাশা করছেন।

বাংলাদেশ দলের হয়ে ৫৬ টেস্ট, ২০৬ ওয়ানডে এবং ৭৬টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে যথাক্রমে ৩৮৬২, ৬৩২৩ এবং ১৫৬৭ রান করেছেন সাকিব আল হাসান। ক্রিকেটের সবগুলো ফরম্যাট মিলিয়ে ১৪ সেঞ্চুরি এবং ৮০ হাফ সেঞ্চুরি করেছেন তিনি।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer