Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

আগামী মাস থেকে ভারতেও দেখা যাবে বিটিভি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:৩৪, ৮ মে ২০১৯

প্রিন্ট:

আগামী মাস থেকে ভারতেও দেখা যাবে বিটিভি

ঢাকা : আগামী মাস থেকে ভারতে বিটিভির অনুষ্ঠান সম্প্রচার করা হবে। একইভাবে ভারতের দূরদর্শন চ্যানেলও দেখা যাবে বাংলাদেশ থেকে।দূরদর্শন ফ্রি ডিশের মাধ্যমে দুই দেশের দর্শকরা চ্যানেল দুটি দেখতে পারবেন।

মঙ্গলবার দিল্লিতে দেশটির কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব অমিত খেরের সঙ্গে এক বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. গওহর রিজভী।

বৈঠকে ড. গওহর রিজভী ছাড়াও ভারতে বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মুয়াজ্জেম আলীর নেতৃত্বে উচ্চ পর্যায়ের এক প্রতিনিধিদল উপস্থিতি ছিলেন। আরও উপস্থিত ছিলেন চলচ্চিত্রকার শ্যাম বেনেগল ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে চলচ্চিত্রের চিত্রনাট্যকার অতুল তিওয়াড়ি।

এসময় বাংলাদেশ-ভারত যৌথ সহযোগিতায় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ওপর নির্মিত তথ্যচিত্রের বিষয় নিয়েও বৈঠকে আলোচনা হয়।

এছাড়াও বৈঠকে দুই দেশের মধ্যে শক্তিশালী কমিউনিটি রেডিও নেটওয়ার্ক গড়ে তোলার বিষয়টি তুলে ধরা হয়।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer