Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৯ ১৪৩১, মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪

আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি মুহাম্মদ খুরশিদ মারা গেছেন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:১৭, ৩ জুলাই ২০২০

প্রিন্ট:

আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি মুহাম্মদ খুরশিদ মারা গেছেন

আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামি ক্যাপ্টেন (অব.) এ বি মুহাম্মদ খুরশিদ আর নেই। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে রাজধানীর মহাখালীতে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের আইসিইউ`তে ইন্তেকাল করেন তিনি (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন।

শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউটের আইসিইউতে ডিউটিরত এক চিকিৎসক সমকালকে বিষয়টি নিশ্চিত করেছেন। এ বি মুহাম্মদ খুরশিদ ফরিদপুর ঝিলটুলি এলাকার প্রয়াত আব্দুল জব্বার ভুইয়ার ছেলে। লেখাপড়া শেষে তিনি নৌবাহিনীতে যোগ দেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ আগরতলা ষড়যন্ত্র মামলায় ৩৫ আসামির মধ্যে ১৮ নম্বর আসামি ছিলেন এ বি মুহাম্মদ খুরশিদ।

মুক্তিযুদ্ধে ৯ নম্বর সেক্টরের জয়েন্ট সেক্টর নেভাল কমান্ডার ছিলেন তিনি। স্বাধীনতার পর ফরিদপুর জেলা জাসদ সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৭৩ সালের নির্বাচনে তিনি ফরিদপুর সদর আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer