Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভার সময় পরিবর্তন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:১৫, ২৪ জুন ২০১৯

প্রিন্ট:

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভার সময় পরিবর্তন

ঢাকা : আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভার সময় পরিবর্তন করা হয়েছে। সোমবার বিকেল চারটার পরিবর্তে বিকেল ৩টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ সভা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।


উপমহাদেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগ আজ (২৩ জুন) রোববার ৭১তম বর্ষে পা রাখল। এ উপলক্ষ্যে আলোচনা সভা, সেমিনার, র‌্যালি, আলোকসজ্জাসহ বর্ণিল নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করেছে ক্ষমতাসীন এ দলটি। এ উপলক্ষ্যে মাসব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে আওয়ামী লীগ।

১৯৪৯ সালের ২৩ জুন হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মওলানা আবদুল হামিদ খান ভাসানী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শামসুল হকের নেতৃত্বে পুরান ঢাকার ঐতিহ্যবাহী রোজ গার্ডেনে `পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ` নামে দলটি প্রতিষ্ঠিত হয়।

১৯৫৫ সালের কাউন্সিলে ধর্মনিরপেক্ষ নীতি গ্রহণের মাধ্যমে অসাম্প্রদায়িক রাজনৈতিক দল হিসেবে `মুসলিম` শব্দটি বাদ দিয়ে `পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ` নামকরণ করা হয়। গত তিন যুগের বেশি সময় ধরে দলের নেতৃত্ব দিচ্ছেন বর্তমান প্রধানমন্ত্রী ও দলের অন্যতম প্রতিষ্ঠাতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনা।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer