Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

‘আইয়ুব বাচ্চুকে ভালোবাসতে হলে মাদকের বিরুদ্ধে দাঁড়াতে হবে’

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:২১, ১৯ অক্টোবর ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

‘আইয়ুব বাচ্চুকে ভালোবাসতে হলে মাদকের বিরুদ্ধে দাঁড়াতে হবে’

ঢাকা : আইয়ুব বাচ্চুকে ভালোবাসতে হলে মাদকের বিরুদ্ধে দাঁড়াতে হবে বলে মন্তব্য করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ।

শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে আইয়ুব বাচ্চুর প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে এমন মন্তব্য করেন তিনি।

বেনজীর আহমেদ বলেন, একটা সুন্দর সমাজ গঠনে আইয়ুব বাচ্চুর ভক্তদের বলব, আসুন তার সম্মানে স্থায়ীভাবে মাদক না বলুন। আইয়ুব বাচ্চু খুব সংগ্রাম করে বড় হয়েছেন। চাইলে তিনি বখে যেতে পারতেন। কিন্তু বখে যাননি। আইয়ুব বাচ্চুকে ভালোবাসতে হলে আমাদের মাদকের বিরুদ্ধে দাঁড়াতে হবে।

আইয়ুব বাচ্চুর শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বেনজীর আহমেদ বলেন, আইয়ুব বাচ্চুর অকালে চলে যাওয়ায় আমরা গভীরভাবে শোকাহত।

প্রসঙ্গত, বৃহস্পতিবার ৫৬ বছর বয়সে রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা যান আইয়ুব বাচ্চু। আগামীকাল চট্টগ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer