Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

‘আইসিসি রায়ের পর সু চি পালিয়েও বাঁচতে পারবেন না’

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৪০, ১৮ নভেম্বর ২০১৯

প্রিন্ট:

‘আইসিসি রায়ের পর সু চি পালিয়েও বাঁচতে পারবেন না’

ঢাকা : আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) রায় দিলে মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চিসহ দেশটির ২০ নেতা পালিয়েও বাঁচতে পারবেন না জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।সোমবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ‘আঞ্চলিক ও বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রয়োজনীয়তা’ বিষয়ক গোলটেবিল বৈঠকে এ কথা বলেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, মিয়ানমার আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) বা ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসের (আইসিজে) সদস্য হোক বা না হোক বিচারে রোহিঙ্গা ইস্যুতে সু চিসহ ঊর্ধ্বতন ২০ জনের বিরুদ্ধে রায় হলে তা মানতে বাধ্য হবে। বিশ্বের সব দেশ সেই রায় মানতে হবে। তারা অন্য দেশে গেলেও তাদের গ্রেফতার করতে বাধ্য হবে।

তিনি বলেন, রোহিঙ্গা নিধনের বিরুদ্ধে আইসিসির রায় হওয়ার পর মিয়ানমার ছাড়াও অনেক দেশের ওপর চাপ সৃষ্টি হবে এ সংকট সমাধানে। তখন মিয়ানমারের শাসকরা বাঁচতে পারবেন না।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer