Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২ ১৪৩১, মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪

আইসিসি প্যানেলে দুই বাংলাদেশি আম্পায়ার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:৩৮, ১৮ নভেম্বর ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

আইসিসি প্যানেলে দুই বাংলাদেশি আম্পায়ার

ঢাকা : আইসিসি দারুণ এক সুখবর দিয়েছে বাংলাদেশের দুই আম্পায়ার গাজী সোহেল ও তানভীর আহমেদকে। আইসিসির আম্পায়ারদের প্যানেলে অন্তর্ভুক্ত হয়েছেন তারা। প্যানেলে আগে থেকেই থাকা বাকি দুই বাংলাদেশি হলেন শরফুদ্দৌলা ইবনে সৈকত ও মাসুদুর রহমান মুকুল।

আইসিসির প্যানেলে আইসিসির পূর্ণ সদস্য মানে টেস্ট খেলুড়ে দেশগুলোর প্রত্যেকটি দেশ থেকে আছেন চারজন আম্পায়ার। তবে, কেবল আফগানিস্তান ও নিউজিল্যান্ড থেকে আছেন তিনজন করে। সর্বশেষ জাতীয় লিগ চলাকালেই আইসিসি দুই বাংলাদেশিকে অন্তর্ভুক্ত করার আভাস দিয়েছিল। এবার সেই খবরটাই নিশ্চিত হলো।

এর আগে গেল জুনেই ২০১৮-১৯ মৌসুমের জন্য আইসিসিরি এলিট আম্পায়ারদের তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানে বরাবরের মতো এবারো ছিলেন না কোনো বাংলাদেশি আম্পায়ার।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দেশের মাটিতে আসন্ন টি-টোয়েন্টি সিরিজেই অভিষেক হবে গাজী সোহেলের। আগামী ২০ ডিসেম্বর সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে তিনি দ্বিতীয় আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer