Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

আইভরিকোস্টে করোনায় প্রথম মৃত্যু

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:৩২, ৩০ মার্চ ২০২০

প্রিন্ট:

আইভরিকোস্টে করোনায় প্রথম মৃত্যু

আইভরিকোস্টে করোনাভাইরাসে প্রথম এক ব্যক্তি মারা গেছেন। রোববার দেশটির স্বাস্থ্যমন্ত্রী নিয়মিত ব্রিফিংয়ে এ কথা জানান।

তবে এগুনে আকা ওলিয়ে মৃত ব্যক্তির বয়স কিংবা লিঙ্গ সম্পর্কে কিছু জানান নি। তবে তিনি বলেছেন, ময়নাতদন্তের রিপোর্ট পেলে এ সম্পর্কে জানা যাবে

স্বাস্থ্যমন্ত্রী করোনায় আরো ২৫ জনের আক্রান্তের খবর জানিয়েছেন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬৫ জনে।

প্রেসিডেন্ট আলাসানে ওয়াতারা করোনা ঠেকাতে গত সোমবার থেকে জরুরি অবস্থা জারি করেছেন। দেশটিতে রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত সান্ধ্য আইন জারি এবং সীমান্ত বন্ধ করে দেয়া হয়েছে।

এছাড়া অর্থনৈতিক রাজধানী আবিদজানে ঢোকা কিংবা বেরুনোর ওপর নিষেধাজ্ঞা এবং বার, রেস্টুরেন্ট ও স্কুলসমূহ বন্ধ ঘোষণা করা হয়েছে।এদিকে প্রতিবেশী বুরকিনা ফাসোতে ২২২ জন করোনায় শনাক্ত এবং ১২জন মারা গেছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer