Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

অ্যান্টিবডি থেরাপির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ০৯:৫৩, ২৩ নভেম্বর ২০২০

প্রিন্ট:

অ্যান্টিবডি থেরাপির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র

চলতি বছরের মধ্যেই বাজারে ভ্যাকসিন নিয়ে আসছে দু’টি আমেরিকান সংস্থা, মডার্না এবং ফাইজ়ার। ইতিমধ্যেই সংস্থা দুটি সরকারের কাছে জরুরি ভিত্তিতে ভ্যাকসিনটি প্রয়োগের আবেদন জানিয়েছে বলেও জানা গেছে। তবে ছাড়পত্রের বিষয়টি এখনো অজানা।

এ বার সাধারণ মানুষের জন্য করোনা চিকিৎসায় অ্যান্টিবডি থেরাপি দেয়ার অনুমতি দিলো আমেরিকান ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ‘ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন’ (এফডিএ)। যেটি বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করোনা চিকিৎসায় ব্যবহার করা হয়েছিল। তবে বলা হয়েছে শুধু এমন ঝুঁকিপূর্ণ রোগীদের চিকিৎসাতেই অ্যান্টিবডি থেরাপি ব্যবহার করা হবে।

নতুন অনুমোদন পাওয়া এই থেরাপিটি গবেষণাগারে তৈরি দুটি অ্যান্টিবডির সমন্বয়। ওষুধ প্রস্তুতকারী সংস্থা ‘রিজেনেরন’-এর তৈরি এটি। এর নাম, ‘আরইজিইএন-কোভটু’। পরীক্ষামূলক প্রয়োগে দেখা গিয়েছে রোগীদের হাসপাতালে ভর্তি বা আইসিইউয়ে যাওয়ার পরিস্থিতি অনেকাংশে আটকে দিচ্ছে থেরাপিটি।

ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (এফডিএ) কমিশনার স্টিফেন হান বলেন, ‘এই মোনোক্লোনাল অ্যান্টিবডি থেরাপিটিকে অনুমোদন দেওয়ায় বেশ কিছু রোগীর হাসপাতালে ভর্তি আটকানো যেতে পারে।’

রিজেনেরনের সিইও নিয়োনার্দ শেফের বলেন, ‘এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এতে ঝুঁকি রয়েছে এমন রোগীরা, সংক্রমণের প্রথম ধাপেই করোনার বিরুদ্ধে লড়ার জোর পাবেন।’

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer