Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৩ ১৪৩০, বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪

অস্ট্রেলিয়ায় জাতীয় নির্বাাচনে ভোট চলছে

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:২১, ১৮ মে ২০১৯

প্রিন্ট:

অস্ট্রেলিয়ায় জাতীয় নির্বাাচনে ভোট চলছে

ঢাকা : অস্ট্রেলিয়ায় জাতীয় নির্বাচনে শনিবার সকাল থেকে ভোট চলছে। দেশটিতে প্রত্যেক নাগরিকের জন্য ভোট দেয়া বাধ্যতামূলক। এবারের নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ১ কোটি ৬৪ লাখ।

দেশটিতে সরকার গঠন করতে পার্লামেন্টের প্রতিনিধি পরিষদের (নিম্নকক্ষ) ১৫১টি আসনের মধ্যে অন্তত ৭৬টি আসনে জয় পেতে হবে। ক্ষমতাসীন মধ্য-ডানপন্থী লিবারেল-ন্যাশনাল জোট অবশ্য বর্তমানে দুটি কম আসন নিয়ে সরকারে টিকে রয়েছে।

এবারের নির্বাচনে প্রধানমন্ত্রী স্কট মরিসনের লিবারেল-ন্যাশনাল জোট ও বিরোধী নেতা বিল শর্টেনের মধ্য-বামপন্থী অস্ট্রেলিয়ান লেবার পার্টির (এএলপি) মূল লড়াই হবে বলে আভাস মিলেছে। তবে ভোটের আগের জনমত জরিপগুলো বলছে, বিরোধী দল লেবার পার্টিই এগিয়ে।

শুক্রবার এক জনমত জরিপে দেখা যায়, ক্ষমতাসীন জোটের চেয়ে লেবার পার্টি ৫১-৪৯ শতাংশ ভোটে এগিয়ে রয়েছে। এর ফলে এবার অস্ট্রেলিয়ায় সরকার পরিবর্তন হবে বলেই ধারণা করা হচ্ছে। দেশটিতে তিন বছর অন্তর জাতীয় নির্বাচনে ভোট হয়ে থাকে। তবে গত ১১ বছর ধরে নানা রাজনৈতিক অস্থিরতার কোনো সরকারই পুরো মেয়াদ ক্ষমতায় থাকতে পারছে না। দেশটিতে ২০০৭ সাল থেকেই চলছে প্রধানমন্ত্রী পদে আসা-যাওয়ার খেলা চলেছে।

শনিবারের নির্বাচনে লেবার পার্টি জয় পেলে গত ৯ বছরের মধ্যে সপ্তম প্রধানমন্ত্রীর দেখা মিলবে। এই সময়ে দেশটিতে দুটি নির্বাচন হয়েছে। একটি ২০১৩ সালে, আরেকটি ২০১৬ সালে। দুটি নির্বাচনেই লেবার পার্টি পরাজিত হয়েছে। ছয় বছর ধরে বিরোধী দলে থাকার পর এবার জয়ের আভাসে দলটির বর্তমান নেতা বিল শর্টেনকে কিছুটা স্বস্তিতে দেখা গেছে।

প্রধানমন্ত্রী স্কট মরিসন অবশ্য উত্তর কুইন্সল্যান্ডে ভোটের প্রচারণায় গিয়ে বলেছেন, এবারের নির্বাচনে অনেক বছর পর হাড্ডাহাড্ডি লড়াই হবে। অস্ট্রেলিয়ায় এবারের নির্বাচনে মূল ইস্যুগুলো হচ্ছে অর্থনীতি, জীবনযাত্রার মান ও স্বাস্থ্য। তবে বিশেষজ্ঞরা বলেছেন, জলবায়ুর পরিবর্তন এবং সাশ্রয়ী মূল্যে আবাসন সুবিধা না পাওয়ার কারণে দেশটির তরুণরা খুব হতাশ।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer