Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

অস্ট্রেলিয়ায় অস্ত্রোপচারে আলাদা হলো জোড়া লাগানো ভুটানি যমজ শিশু

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৪৮, ১০ নভেম্বর ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

অস্ট্রেলিয়ায় অস্ত্রোপচারে আলাদা হলো জোড়া লাগানো ভুটানি যমজ শিশু

ঢাকা : জন্ম থেকেই জোড়া লাগানো ভুটানের যমজ দুই শিশুকন্যাকে অস্ত্রোপচার করে আলাদা করেছেন অস্ট্রেলিয়ার চিকিৎসকরা। অস্ত্রোপচার ভালোভাবে শেষ হওয়ায় শিশু দুটির নিকটআত্মীয়রাও স্বস্তি প্রকাশ করেছেন।

প্রায় ছয় ঘন্টার অস্ত্রোপচারে তাদেরকে আলাদা করেছেন চিকিৎসকরা। শিশু দুটি বেশ ভালোভাবেই অস্ত্রোপচার সামলে উঠেছে বলে জানিয়েছেন হাসপাতালের প্রধান সার্জন ড. জো ক্রামেরি।

নিমা এবং দাওয়া নামের ১৫ মাস বয়সী শিশু দুটিকে গতমাসে অস্ত্রোপচারের জন্য মেলবোর্নের রয়্যাল চিলড্রেনস হাসপাতালে নিয়ে যান তাদের মা বুমচু ঝ্যাংমো। শিশু দুটির ধড় জোড়া লাগানো ছিল এবং যকৃত ছিল একটি। তাদের মুখ পরষ্পরের দিকে ফেরানো ছিল। তারা বসতেও পারত না। দাঁড়াতে গেলে দাঁড়াতে হত একসঙ্গে।

১৮ সদস্যের দুটি চিকিৎসক দল শিশু দুটিকে পৃথক করতে কাজ করেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer