Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

অস্ট্রেলিয়াকে হারিয়ে ভারতের ঐতিহাসিক টেস্ট জয়

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:৩৭, ১০ ডিসেম্বর ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

অস্ট্রেলিয়াকে হারিয়ে ভারতের ঐতিহাসিক টেস্ট জয়

 

অ্যাডিলেড টেস্টে ঐতিহাসিক জয় পেল ভারত। সোমবার ম্যাচের পঞ্চম দিনে অস্ট্রেলিয়াকে ৩১ রানে হারায় বিরাট কোহলিরা। এর আগে ২০০৩ সালে শেষবার অ্যাডিলেডে জিতেছিল সৌরভ গাঙ্গুলির নেতৃত্বাধীন ভারত। ১৫ বছর পর সেই রেকর্ড ছুঁলেন অধিনায়ক বিরাট কোহলি।

চার ম্যাচ সিরিজের প্রথম টেস্টে জিতে ভারত এগিয়ে গেল ১-০ ব্যবধানে। এখন কোহলির সামনে অস্ট্রেলিয়ার মাটিতে রইল প্রথম সিরিজ জয়ের স্বপ্ন।

মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্ত অস্ট্রেলিয়ার স্কোর ছিল ১৮৬/৬। অসি অধিনায়ক টিম পেইন ৪০ রানে ও প্যাট কামিন্স ৫ রানে ব্যাটিং করছিলেন। বিরতির পরে দ্বিতীয় ওভারেই বুমরা ফিরিয়ে দেন টিম পেইনকে। পুল করতে গিয়ে ঋষভ পান্থের হাতে ধরা পড়েন তিনি।

২৮ রান করে মোহাম্মদ সামির বলে সেই পান্থের হাতেই ক্যাচ দিয়ে আউট হন মিচেল স্টার্ক। প্রতিরোধ গড়ে তুলছিলেন কামিন্স। ২৮ রানের মাথায় তাঁকেও ফিরিয়ে দেন বুমরা। সবশেষ জোস হাজলউডকে ফিরিয়ে জয় নিশ্চিত করেন অশ্বিন।

অস্ট্রেলিয়ায় এখনও পর্যন্ত ৫টি টেস্ট জিতেছে ভারত। সেই সংখ্যা বাড়াল বিরাটের দল। এর আগে ভারত অসিদের ঘরের মাঠে শেষবার টেস্ট জিতেছিল ২০০৮। অনিল কুম্বলের অধিনায়কত্বে পার্থে ৭২ রানে জিতে ভারত।

বিরাটের সামনে এবার বিষেণ সিং বেদীর রেকর্ড। ১৯৭৭-৭৮ সালে অস্ট্রেলিয়া সফরে গিয়ে দু`টি টেস্ট ম্যাচ জিতেছিল ভারতীয় দল। এখন দেখার বিরাট কোহলির দল সেই রেকর্ড ছুঁতে বা ভাঙতে পারে কি না।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer