Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

অস্ট্রেলিয়াকে টপকে ছয়ে বাংলাদেশ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০১:২৩, ৪ সেপ্টেম্বর ২০২১

প্রিন্ট:

অস্ট্রেলিয়াকে টপকে ছয়ে বাংলাদেশ

পাঁচ ম্যাচের সিরিজে টানা দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে আইসিসি টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে ষষ্ঠ স্থানে উঠে এসেছে বাংলাদেশ। শুক্রবার কিউইদের ৪ রানে হারানোর পরই অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে টাইগাররা।

এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ জিতে ১০ নম্বর পজিশন থেকে ৭ম স্থানে উঠে যায় বাংলাদেশ। এখনও আনুষ্ঠানিক র‍্যাঙ্কিং ঘোষণা করা হয়নি। তবে আইসিসির ওয়েবসাইটে বাংলাদেশের অবস্থান ছয়ে দেখাচ্ছে।

নতুন র‍্যাংকিংয়ে দেখা যায়, ২৩ ম্যাচে বাংলাদেশের রেটিং ২৪১। অস্ট্রেলিয়ার চেয়ে এক রেটিং এগিয়ে। ৩৩ ম্যাচে অজিদের রেটিং ২৪০।

র‌্যাংকিংয়ে বাংলাদেশের পরে রয়েছে অস্ট্রেলিয়া (সপ্তম) আফগানিস্তান (অষ্টম), শ্রীলঙ্কা (নবম) ও ওয়েস্ট ইন্ডিজ (দশম)। জিম্বাবুয়ে আছে ১১তম স্থানে।

বাংলাদেশের সামনে আছে- দক্ষিণ আফ্রিকা (২৪৬ পয়েন্ট), নিউজিল্যান্ড (২৬০ রেটিং পয়েন্ট), পাকিস্তান (২৬১ পয়েন্ট), ভারত (২৭৩ পয়েন্ট) ও ইংল্যান্ড (২৭৮ পয়েন্ট)।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer