Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৩ ১৪৩০, বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪

অস্ট্রেলিয়ায় স্কুল খুলছে

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৩৯, ২৫ মে ২০২০

প্রিন্ট:

অস্ট্রেলিয়ায় স্কুল খুলছে

অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় রাজ্য নিউ সাউথ ওয়েলসে স্কুল খুলে দেয়ার ঘোষণা দেয়া হয়েছে। সেইসঙ্গে বাচ্চাদের স্কুলে পাঠাতে বলা হয়েছে। তবে দেশটির অন্যান্য রাজ্য যেমন ভিক্টোরিয়া ও কুইন্সল্যান্ডে এখনো স্কুল বন্ধ রয়েছে।

তবে শিক্ষা কর্মকর্তারা বলছেন, শ্রেণীকক্ষে দেশটিতে স্বীকৃত দেড় মিটার সামাজিক দূরত্ব বজায় রাখতে সক্ষম হবেন না তারা।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, স্কুল খুললেও বাচ্চাদের দুপুরের খাবারের বিরতি, সাধারণ পানির ঝর্ণা ব্যবহার, জমায়েত বা শরীরচর্চা, অর্কেস্ট্রা বা সাতার কাটার মতো অতিরিক্ত শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।

এছাড়া দেশটির বাচ্চাদের বাবা-মাকে বলা হয়েছে তারা যাতে নিজেদের গাড়ি বা পায়ে হেঁটে সন্তানদের স্কুলে পৌঁছে দেন যাতে করে গণ-পরিবহন এড়িয়ে চলা সম্ভব হয়। সিডনিতে প্রতিদিন অন্তত এক লাখ ১০ হাজার শিক্ষার্থী গণ-পরিবহন ব্যবহার করে।

দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৭ হাজার ১১৮ জন। মারা গেছে ১০২ জন। তবে ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৬ হাজার ৫৩১ জন। বিবিসি।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer