Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৩ ১৪৩০, বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪

অসাম্প্রদায়িক মূল্যবোধ যেন সারা বছর মানুষের মনে থাকে : ঢাবি ভিসি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৩০, ১৪ এপ্রিল ২০১৯

প্রিন্ট:

অসাম্প্রদায়িক মূল্যবোধ যেন সারা বছর মানুষের মনে থাকে : ঢাবি ভিসি

ছবি- সংগৃহীত

ঢাকা : মঙ্গল শোভাযাত্রার অসাম্প্রদায়িক চেতনা যেন সারা বছর মানুষের মনে থাকে, বাংলা নববর্ষের দিন সেই প্রত্যাশার কথা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান।

রোববার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের সামনে মঙ্গল শোভাযাত্রা উদ্বোধনের সময় এ প্রত্যাশার কথা জানান উপাচার্য। আজ সকাল ৯টায় মঙ্গল শোভাযাত্রা শুরু হয়। এরপর শোভাযাত্রাটি শাহবাগের ঢাকা ক্লাবের সামনে দিয়ে ঘুরে টিএসটি মোড় হয়ে ফের চারুকলার সামনে গিয়ে শেষ হয়।

চারুকলার মঙ্গল শোভাযাত্রা উদ্বোধনকালে তিনি বলেন, এই চেতনা যাতে সারা বছর আমাদের মানস কাঠামোয় স্থান পায় সেই প্রত্যাশা করি।

মঙ্গল শোভাযাত্রা আন্তর্জাতিক সম্প্রদায়ের ঐতিহ্য পরিণত হয়েছে জানিয়ে উপাচার্য বলেন, এর মূল কারণ হল এর একটি অন্তর্নিহিত শক্তি আছে। এই শক্তি সব পেশা, শ্রেণি, ধর্ম ও সব দেশের মানুষকে আকৃষ্ট করতে সমর্থ হয়। এটি মানবিক বিকাশের একটি উৎকৃষ্ট উপায় বা পথ।

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer