Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

অল্প খরচে বাড়িতেই বানিয়ে নিন মিনারেল ওয়াটার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৫:০৭, ২৪ সেপ্টেম্বর ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

অল্প খরচে বাড়িতেই বানিয়ে নিন মিনারেল ওয়াটার

ঢাকা : পানির অপর নাম জীবন তাতো আমরা সবাই জানি। পানি আমদের জীবন যেমন বাঁচায়, আবার পানি আমাদের অনেক সময় মৃত্যুরও কারণ হয়ে যায়। তবে সেটা অশুদ্ধ পানি পানের ফলে। বিশুদ্ধ পানিই আমাদের জীবন বাঁচাতে পারে। সেক্ষেত্রে বিশুদ্ধ পানি করার জন্য পানি শুদ্ধ করা জরুরি।

অনেকে বাইরের কেনা পানিতে বা ফুটানো পানিতে আস্থা রাখেন, তবে নিজের হাতে করে নিলে থাকবেন চিন্তামুক্ত আর পরিবারের সবাইকে নিয়ে সুস্থ। খুব অল্প খরচে বাড়িতেই বানিয়ে নিতে পারেন মিনারেল ওয়াটার। কীভাবে, জেনে নিন:

একটি পরিষ্কার পাত্রে ফিল্টার করা পানি -২ লিটার, বেকিং সোডা -চা-চামচের ১/৪, ইপসম সল্ট চা-চামচের ১/৪ এবং পটাসিয়াম বাইকার্বোনেট – চা-চামচের ১/৪ ।

এবার সব উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিন। ১৫ মিনিট পর ছেকে বোতলে ভরে রাখুন আপনার বিশুদ্ধ-নিরাপদ পানি।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer