Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

অলিম্পিক ফুটবলের প্রথম দিনে ব্রাজিল-জার্মানি মুখোমুখি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:২২, ২২ জুলাই ২০২১

প্রিন্ট:

অলিম্পিক ফুটবলের প্রথম দিনে ব্রাজিল-জার্মানি মুখোমুখি

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে অলিম্পিক ফুটবল। প্রথমদিনেই মাঠ মাতাতে প্রস্তুত ব্রাজিল ও জার্মানির অলিম্পিক ফুটবল দল। গেল আসরের ফাইনালের হারের শোধ নিতে প্রস্তুত জার্মানি। অন্যদিকে, শিরোপা ধরে রাখার মিশনে জয়ে শুরুর লক্ষ্য ব্রাজিলের। ম্যাচ শুরু বিকাল সাড়ে ৫টায়। এছাড়াও প্রথমদিন মাঠে নামবে আর্জেন্টিনা, স্পেনের মত ফেবারিট দলগুলো।

কেটে গেছে অনিশ্চয়তার কালো মেঘ। দ্য গ্রেটেস্ট শো অন আর্থের উন্মাদনা ছড়িয়ে পড়েছে চারদিকে। আনুষ্ঠানিকভাবে পর্দা না উঠলেও মাঠে গড়িয়েছে কয়েকটি ইভেন্ট। এবার শুরুর অপেক্ষায় ফুটবল। মাত্র কদিন আগে বিশ্ব কাঁপিয়েছে ইউরো ও কোপা আমেরিকা। দুই মহাদেশের ফুটবল লড়াই উত্তাপ ছড়িয়েছিল ফটুবল বিশ্ব। এবার অলিম্পিকেও সে উন্মাদনা ছড়িয়ে দিতে চায় অনূর্ধ্ব ২৩ দলের ফুটবলাররা।

আসরের প্রথম দিনেই মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল, প্রতিপক্ষ জার্মানি। এ যেন গেল আসরের ফাইনালের পুনরাবৃত্তি। বিশ্বকাপে সবচেয়ে বেশি ৫ বারের চ্যাম্পিয়ন ব্রাজিল। কিন্তু অলিম্পিকের শিরোপা অধরাই ছিল নেইমারদের। ২০১৬ সালে রিও অলিম্পিকের ফাইনালে দেশের সে আক্ষেপ ঘুচিয়েছে ব্রাজিলের অলিম্পিক দল। নেইমার মারকুইনহোসদের দাপটে মারাকানা থেকে রৌপ্য পদক নিয়ে ফিরতে হয়েছিল জার্মানিকে। এবার প্রথম ম্যাচেই দেখা হচ্ছে দু`দলের। শিরোপা ধরে রাখার মিশনে আসরে অংশ নেওয়া ব্রাজিলের লক্ষ্য জয় দিযে আসর শুরু করা।

মাত্র কিছুদিন আগে নিজেদের মাটিতে কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার কাছে হেরেছে ব্রাজিল। অলিম্পিকে সে আক্ষেপ ঘোচাতে চায় দানি আলভেসের দল। প্রতিপক্ষ জার্মানি ইউরো চ্যাম্পিয়নশিপে খুব একটা ভাল করতে পারেনি। এবার অলিম্পিকে তরুণদের কাঁধে ভর করে ভাল করার আশা ডাই মানশাফটদের। প্রথম ম্যাচে ব্রাজিলকে হারিয়ে গেল আসরের হারের শোধ নিতে চায় জার্মানির অলিম্পিক দল।

আরেক ম্যাচে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়বে স্বাগতিক জাপান। নিজেদের মাটিতে এবার শিরোপা জয়ের লক্ষ্য হাজিমে মরিয়াসুর দলের। কোচের তুরুপের তাস তিন সিনিয়র ফুটবলার মায়া ইয়োশিদা, হিরোকি সাকাই এবং ওতারো ইন্দো। এ গ্রুপে জাপানের সঙ্গে দক্ষিণ আফ্রিকা ছাড়াও আছে মেক্সিকো ও ফ্রান্স। জাপান জাতীয় দলেরও অধিনায়ক মায়া। এবার তরুণদের নিয়ে চান ভাল কিছু করতে।

এ বিষয়ে জাপান অলিম্পিক ফুটবল দলের অধিনায়ক মায়া ইয়োশিদো বলেন, করোনার কারণে আমাদের প্রস্তুতি খুব ভাল হয়নি। তবে, শত সমস্যার মাঝেও আমরা চেষ্টা করেছি নিজেদের ঘাটতি পুষিয়ে নিতে। মানসিকভাবেও আমরা প্রস্তুত আছি। দর্শকদের সমর্থন আমাদের সঙ্গে থাকবে। আশা করছি দেশকে ভাল কিছু উপহার দিতে পারব।"

১৯৬৮ সালে ব্রোঞ্জ পদক অলিম্পিকে জাপান ফুটবল দলের সেরা সাফল্য। নিজেদের মাটিতে দীর্ঘ অপেক্ষার অবসান শিরোপা জয়েই করতে চায় সূর্যোদয়ের দেশটি। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে জয়ে শুরুর লক্ষ্য তাদের।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer