Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদ`: রুহানি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:৪৪, ৯ ডিসেম্বর ২০১৮

আপডেট: ২৩:০৫, ৯ ডিসেম্বর ২০১৮

প্রিন্ট:

অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদ`: রুহানি

ঢাকা : তেহরানের ওপর বারবার অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপকে ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদ’ বলে অভিহিত করেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। আফগানিস্তান, চীন, পাকিস্তান, রাশিয়া ও তুরস্কের পার্লামেন্টের স্পিকারদের এক কনফারেন্সে দেয়া বক্তৃতায় তিনি একথা বলেন। যুক্তরাষ্ট্রের কার্যক্রমের বিরুদ্ধে এ দেশগুলোর সবাইকে একজোট হওয়ারও আহ্বান জানিয়েছেন রুহানি। আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স এর একটি খবরে এমনটা বলা হয়েছে।

শনিবার সন্ত্রাসবাদ ও আঞ্চলিক সহযোগিতার ওপর দ্বিতীয় বার্ষিক সম্মেলনে যোগ দিতে তেহরানে এসেছেন উল্লিখিত দেশগুলোর আইনসভার প্রধানরা। সেখানে ইরানের প্রেসিডেন্ট রুহানি বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের মনোভাব ‘স্পষ্ট’। তিনি আরো বলেন, ‘ইরানের ওপর এ অন্যায্য ও অবৈধ মার্কিন নিষেধাজ্ঞা সন্ত্রাসবাদের পরিষ্কার উদাহরণ।’

এছাড়া অন্যান্য দেশকে ইরানে বিনিয়োগ করা থেকে দূরে রাখতে ট্রাম্প প্রশাসন ‘ভয়ঙ্কর ভয়’ ছড়ানোর চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। উল্লেখ্য, তেহরানে স্পিকারদের কনফারেন্সে অংশ নেয়া দেশগুলোর বেশির ভাগই কঠোর নিষেধাজ্ঞা ও অন্যান্য অর্থনৈতিক চাপের মধ্যে রয়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer