Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

অমর একুশে গ্রন্থমেলায় ১১১টি নতুন বই প্রকাশ করছে ঐতিহ্য

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:১৯, ১ ফেব্রুয়ারি ২০২০

প্রিন্ট:

অমর একুশে গ্রন্থমেলায় ১১১টি নতুন বই প্রকাশ করছে ঐতিহ্য

‘অমর একুশে গ্রন্থমেলা শুরু হচ্ছে ।এই মেলা আমাদের একটি জাতীয় উৎসবে পরিণত হয়েছে।প্রকাশনা সংস্থা ঐতিহ্য ২০০০ সাল থেকে নিয়মিত এই মেলায় অংশ নিচ্ছে। প্রতিবছরই ঐতিহ্য পাঠকদের কাছে বৈচিত্র্যপূর্ণ ও ভিন্ন স্বাদের নানা ধরনের বই নিয়ে হাজির হয়।

এবারের মেলাকে সামনে রেখে ইতোমধ্যে ঐতিহ্যর প্রস্তুতি প্রায় সম্পন্ন। এ বছর ঐতিহ্য ১১১টি নতুন বই নিয়ে হাজির হচ্ছে অমর একুশে গ্রন্থমেলায়।পূর্বে প্রকাশিত সহস্রাধিক বইসহ এবারের ১১১টি নতুন বই থাকছে গ্রন্থমেলায় ঐতিহ্যের ১৪ নম্বর প্যাভিলিয়নে।

শুধু বই প্রকাশ না, ঐতিহ্য ইতোমধ্যে বইকে সারা দেশে ছড়িয়ে দিতে বই বিপণন প্রতিষ্ঠান `নির্বাচিত` নামে একটি বুক চেইন শপ চালু করেছে।

বইমেলায় প্রকাশিত সেরা প্রকাশনাগুলোর সেরা বইও পাওয়া যাবে নির্বাচিততে।

এছাড়াও ঐতিহ্যের প্যাভিলিয়নে পাঠকরা - ঐতিহ্য বুক ক্রেডিট কার্ড, ঐতিহ্য প্রিভিলেজ কার্ড ও ঐতিহ্য পাঠাগার উন্নয়ন বই অনুদান ফর্ম পূরণ করে আবেদন করতে পারবেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer