Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৪ ১৪৩১, বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪

অভিশংসিত হওয়ার আশঙ্কায় প্রেসিডেন্ট ট্রাম্প

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:৪৭, ১১ ডিসেম্বর ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

অভিশংসিত হওয়ার আশঙ্কায় প্রেসিডেন্ট ট্রাম্প

ঢাকা : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিশংসিত হতে পারেন এমন আশঙ্কায় ‍উদ্বেগ প্রকাশ করেছেন। প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ একটি সূত্র সোমবার জানিয়েছে, ডেমোক্রেটরা কংগ্রেসের নিম্নকক্ষের নিয়ন্ত্রণ নিলে তার অভিশংসন একটি ‘বাস্তব সম্ভাবনা’ বলে মনে করছেন ট্রাম্প।

ওই সূত্রটি জানিয়েছে, তবে এমনটা আদৌ ঘটবে কিনা সেটি নিয়ে নিশ্চিত নন ট্রাম্প। হোয়াইট হাউজের ঘনিষ্ঠ আরেকটি ভিন্ন সূত্র বলছে, ট্রাম্পকে অভিশংসন করতে যে বিষয়টি ধোপে টিকবে তাহলো ২০১৬ সালের নির্বাচনের সময় ট্রাম্পের প্রচারণা টিমের আর্থিক নিয়ম লঙ্ঘন। ওইসময় ট্রাম্পের আইনজীবী মাইকেল কোহেন মুখ বন্ধ রাখার জন্য বিভিন্ন নারীকে অর্থ দিয়েছিলেন।

আসলে ট্রাম্পের অভিশংনের বিষয়টি নতুন করে আবারও আলোচনায় আসার মূল কারণ হলো আদালতে কোহেনের স্বীকারোক্তি। নিজের স্বীকারোক্তিতে কোহেন বলেন, ট্রাম্পের নির্দেশেই ২০১৬ সালের প্রেসিডেন্সিয়াল প্রচারণার সময় আইনভঙ্গ করেছিলেন তিনি। আর এরপরই নিউ ইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের কৌঁসুলিরা এ বিষয়ে আদালতে মোকদ্দমা দায়ের করেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer