Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১০ ১৪৩১, বুধবার ২৪ এপ্রিল ২০২৪

অবশেষে কাবুল বিমানবন্দর থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরু

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:৩১, ২৯ আগস্ট ২০২১

প্রিন্ট:

অবশেষে কাবুল বিমানবন্দর থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরু

কাবুল বিমানবন্দর থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরু হয়েছে বলে জানিয়েছে পেন্টাগন। পাশাপাশি নাগরিক স্থানান্তরের চূড়ান্ত পর্যায়ও শুরু হয়ে গেছে। শনিবার এসব জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, হামিদ কারজাই বিমানবন্দরে পাঁচ হাজার ৮০০ মার্কিন সেনা মোতায়েন ছিল। এখন সেনার সংখ্যা চার হাজারের কম বলে নামপ্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন। পরে পেন্টাগন মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের নিশ্চিত করে বলেন, সেনা প্রত্যাহার শুরু হয়েছে। তবে তিনি কোনো সংখ্যা বলতে রাজি হননি।


এদিকে প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, আগামী ২৪ থেকে ৩৬ ঘন্টার মধ্যেই ফের কাবুল বিমানবন্দরে হামলার আশঙ্কা আছে। হুমকির কারণে সকল মার্কিন নাগরিকদের কাবুল বিমানবন্দরের কাছাকাছি এলাকা ছেড়ে চলে যাওয়ার আহ্বান জানিয়েছে স্টেট ডিপার্টমেন্ট।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer