Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১০ ১৪৩১, বুধবার ২৪ এপ্রিল ২০২৪

অফিস প্রাঙ্গণে ৩টি করে গাছ লাগানোর নির্দেশ নিবন্ধন অধিদপ্তরের

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২৩:২১, ১৩ জুলাই ২০২০

প্রিন্ট:

অফিস প্রাঙ্গণে ৩টি করে গাছ লাগানোর নির্দেশ নিবন্ধন অধিদপ্তরের

মুজিববর্ষকে স্মরণীয় করে রাখতে নিবন্ধন অধিদপ্তরাধীন মাঠ পর্যায়ের সব অফিস প্রাঙ্গণে কমপক্ষে তিনটি করে গাছের চারা লাগানোর নির্দেশনা দেওয়া হয়েছে।সোমবার নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক শহিদুল আলম ঝিনুক স্বাক্ষরিত চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়।

চিঠিতে বলা হয়, ২০২০-২১ সালে বাংলাদেশে মুজিববর্ষ হিসেবে পালন করা হচ্ছে। জাতির পিতার জন্য শতবার্ষিকী উপলক্ষে অর্থাৎ মুজিববর্ষকে স্মরণীয় করতে এ বিভাগ প্রতিটি অফিস প্রাঙ্গণে কমপক্ষে তিনটি ফলজ, বনজ ও ঔষধি (যেমন- আম, জাম, কাঁঠাল, নিম, অর্জুন, আমলকি, হরিতকি ও বহেরা) ইত্যাদি বৃক্ষ রোপণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

রেজিস্ট্রি অফিসসমূহের পরিদর্শক, জেলা রেজিস্ট্রার ও সাব-রেজিস্ট্রারদের এ নির্দেশনা দিয়েছে আইন মন্ত্রণালয়ের অধীন সংস্থাটি। মাঠ পর্যায়ের সব কর্মকর্তাকে এ সিদ্ধান্ত বাস্তবায়ন নিবন্ধন অধিদপ্তরের কার্যালয়কে অবহিত করার নির্দেশনা দেওয়া হয়।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer