Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

অনুদানের অর্থ আত্মসাত: কবি ও নির্মাতা টোকন ঠাকুর গ্রেপ্তার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২৩:৪০, ২৫ অক্টোবর ২০২০

প্রিন্ট:

অনুদানের অর্থ আত্মসাত: কবি ও নির্মাতা টোকন ঠাকুর গ্রেপ্তার

ছবি- সংগৃহীত

সরকারি অনুদানের অর্থ আত্মসাতের মামলায় কবি ও নির্মাতা টোকন ঠাকুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর নিউ মার্কেট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

নিউ মার্কেট থানার ওসি এম এম কাইয়ুম গণমাধ্যমকে এতথ্য নিশ্চিত করে জানান, টোকন ঠাকুরের বিরুদ্ধে সিএমএম কোর্টে একটি মামলা ছিল। আদালত থেকে পাওয়া গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে সন্ধ্যায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, টোকন ঠাকুর ২০১৩ সালে শহীদুল জহিরের গল্প ‘কাঁটা’ অবলম্বনে চলচ্চিত্র নির্মাণের জন্য সরকারি অনুদান পান। ৩৫ লাখ টাকা সরকারি অনুদানের মধ্যে ১৩ লাখ টাকা তথ্য মন্ত্রণালয় থেকে তুলে নিলেও ওই চলচ্চিত্রের কোনো কাজ করেননি।

সূত্র আরও জানায়, সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে তথ্য মন্ত্রণালয়ের পক্ষে টোকন ঠাকুরের বিরুদ্ধে একটি মামলা করা হয়। ওই মামলার পরিপ্রেক্ষিতে চলতি মাসের ৩ অক্টোবর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত থেকে টোকন ঠাকুরের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করা হয়। সেই ওয়ারেন্টের ভিত্তিতেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer